এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পদ থেকে ইস্তফা দিতেই বিজেপিতে ‘প্রত্যাবর্তনের’ জল্পনা চরমে উঠল হেভিওয়েট তৃণমূল নেতাকে ঘিরে

পদ থেকে ইস্তফা দিতেই বিজেপিতে ‘প্রত্যাবর্তনের’ জল্পনা চরমে উঠল হেভিওয়েট তৃণমূল নেতাকে ঘিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি হালিশহর পুরসভাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। করোনা আবহকালে পরিস্থিতির কথা মাথায় রেখে পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পর হালিশহর পৌরসভার মাথায় প্রশাসক নিযুক্ত হয়। কিন্তু এবার শাসকদলের প্রশাসক হিসেবে হালিশহর পৌরসভায় নিযুক্ত অংশুমান রায় পদত্যাগ করলেন বলে জানা গেছে। আর এই পদত্যাগ ঘিরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি দলবদলের। এর আগেও অংশুমান রায় বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে 2019 এর লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগদান করেন।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার তৃণমূলে ফিরে আসেন তিনি এবং হালিশহর পুরসভার প্রশাসক পদে বসেন তিনি। যদিও দলবদলের কারণে অংশুমান রায় দলীয় স্তরে অনেকের নেকনজর হারিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু এবার স্বইচ্ছায় পদত্যাগের কথা ঘোষণা করার পরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা। সোমবার সকাল দশটা নাগাদ হালিশহর পৌরসভায় সাংবাদিক বৈঠক করে অংশুমান রায় নিজেই জানান, তিনি পদত্যাগ করতে চলেছেন। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের পরিস্থিতি তাঁকে সামলাতে হচ্ছিল।

বিরোধীদলের সাথে সাথে নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতেও তিনি রীতিমতো হিমশিম খাচ্ছিলেন বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত অংশুমান রায় পদত্যাগের কারণ হিসেবে নিজের ব্যক্তিগত সমস্যাকেই মান্যতা দিয়েছেন বলে খবর। এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে অংশুমান রায় জানান, “ব্যাক্তিগত কারনে পৌর প্রশাসকের পদ থেকে অব্যাহতি দিলাম। আমি আগেই দলের শীর্ষ নেতাদের জানিয়েছিলাম আমি প্রশাসক পদে থাকব না। তবে দলের সঙ্গে আছি। ব্যক্তিগতভাবে পরিবারকে সময় দিতে চাই। আমার মা ভীষন অসুস্থ, স্ত্রীও বিশ্রামে আছে। আমার সন্তান খুব ছোট। তাই ওদের সময় দিতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি দলের সব কাজ করতে প্রস্তুত। দল যেভাবে আমাকে ব্যাবহার করবে, আমি দলের কাজ করব। তবে পৌরসভার দ্বায়িত্ব নিতে গেলে ২৪ ঘণ্টা জনগণের কাজ করতে হয়। তাতে আমার সমস্যা হচ্ছে। আমি দলকে আগে থেকেই জানিয়ে রেখেছিলাম অব্যাহতি চাই প্রশাসক পদ থেকে। আমি দলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে ছিলাম তা গৃহীত হয়েছে। খুব শীঘ্রই নতুন কেউ পুরসভার প্রশাসক পদে দ্বায়িত্ব নেবে। আমি তাকে তার কাজে সব সময় সাহায্য করব। এই পদত্যাগের নেপথ্যে অন্য কোন রাজনৈতিক কারন খুঁজবেন না। গোটা বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত।”

অন্যদিকে অংশুমান রায়ের পদত্যাগের খবরে তৃণমূলের দলীয় স্তরেও শুরু হয়েছে জল্পনা। অনেকেরই মতে, আবারও একবার হয়তো হালিশহর পুরসভায় দলবদলের ছবি দেখা যাবে। সে ক্ষেত্রে উত্তর 24 পরগনা তৃণমূল নেতৃত্ব যে চূড়ান্ত অস্বস্তির মুখে পড়বে, সে কথা এককথায় মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত দলবদল নিয়ে গেরুয়া শিবির থেকে কোনো মন্তব্য করা হয়নি। আপাতত দেখার, হালিশহর পৌরসভার প্রশাসক অংশুমান রায়ের ব্যক্তিগত কারণে পদত্যাগের যুক্তি কতদিন টিকে থাকে!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!