এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রশ্নের মুখে ইস্টবেঙ্গলের ভবিষ্যত, বিস্ফোরক অভিযোগ করে মমতার চাপ বাড়ালেন দিলীপ!

প্রশ্নের মুখে ইস্টবেঙ্গলের ভবিষ্যত, বিস্ফোরক অভিযোগ করে মমতার চাপ বাড়ালেন দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের অভ্যন্তরীণ পরিস্থিতি। কর্মী-সমর্থকদের দফায় দফায় বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। বিখ্যাত এই ফুটবল সংস্থার নিজেদের মধ্যে হামলা এবং গন্ডগোল তাদের ভবিষ্যতকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে নানা মহলের পক্ষ থেকে নানা কথা বলা হচ্ছে। তবে এবার গোটা বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। ইস্টবেঙ্গলের এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলে দাবি করতে দেখা গেল তাকে। স্বাভাবিকভাবেই বিজেপির রাজ্য সভাপতির এই ধরনের অভিযোগ কেন্দ্র করে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন একটি ভিডিও পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে ইস্টবেঙ্গলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের ঘটনা উঠে এসেছে। আর সেই ভিডিও পোস্ট করেই সেখানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করান বিজেপির রাজ্য সভাপতি। যেখানে তিনি লেখেন, “আজ ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের নিজেদের মধ্যে মারামারি করতে দেখে মনটা খুব খারাপ লাগল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে ওদের আজ এই দুর্দশা। আইএসএলে ক্লাবকে তুলে দেবেন বলে তিনি কথা দিয়েছিলেন। একটি কোম্পানির সঙ্গে তিনি ক্লাবকে সই করাতে বাধ্য করেছিলেন। হয়তো তখন নির্বাচন ছিল। তাই নবান্নে নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করিয়েছিলেন। সেই এগ্রিমেন্ট আজকের ডেথ ওয়ারেন্টে পর্যবসিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য এমনটা করেছেন। কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছেন। দুর্ভাগ্যবশত আগামীকাল কি হবে, কেউ জানে না। ক্লাব কি প্লেয়ার কিনতে পারবে, আইএসএল কি খেলতে পারবে, এমন প্রশ্নের সামনে সর্মথকরা দাঁড়িয়ে আছেন। এই এগ্রিমেন্টে ক্লাব আর ক্লাব থাকবে না। একটা কোম্পানি হয়ে যাবে। ক্লাবের সমর্থক মেম্বার আর কেউ ক্লাবে ঢুকতে পারবেন না। ক্লাবের লোগো ব্যবহার করতে হলেও কোম্পানির কাছ থেকে অনুমতি নিতে হবে। জানি না এর পেছনে কি রহস্য আছে। শ্রী সিমেন্টের কারখানার খেলা কি এটা? যে ক্লাবকে নিয়ে আমরা আবেগে ভাসি, সেই কোটি কোটি মানুষের আবেগকে নিয়ে খেলার অধিকার কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? এটা শুধু ফুটবলের অপমান নয়, এটা বাঙালির অপমান। বাংলার অপমান।”

বলা বাহুল্য, বাংলার আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু ঐতিহ্যমন্ডিত ক্রীড়া সংস্থার ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। একটি চুক্তিকে কেন্দ্র করে রীতিমতো সমস্যা তৈরি হয়েছে। আর সেই বিষয় নিয়েই এবার রাজ্যের প্রশাসনিক প্রধানকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। পর্যবেক্ষকদের মতে, একসময় ইস্টবেঙ্গলকে বিনিয়োগকারী সংস্থা খুঁজে দিতে সরাসরি এগিয়ে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের মৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল।

আর তা নিয়েই এখন বর্তমানে জটিলতা তৈরি হয়েছে। যাকে কেন্দ্র করে ইস্টবেঙ্গলের কর্মী-সমর্থকদের মধ্যে রীতিমতো বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে শোরগোল তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!