এখন পড়ছেন
হোম > রাজনীতি > প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা, মমতাকে চাপে ফেলে বিক্ষোভে বিরোধীরা!

প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা, মমতাকে চাপে ফেলে বিক্ষোভে বিরোধীরা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ক্রমাগত একের পর এক ঘটনা প্রমাণ দিচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর এই অবস্থায় রামপুরহাটে দশটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তৎপর হয়ে উঠেছে সরকার। তবে এবার সরকারকে চাপে রেখে রাজ্য বিধানসভায় এই ব্যাপারে আলোচনার দাবি তুলেছে বিরোধীরা। কিন্তু সেখানে সঠিকভাবে আলোচনা না হওয়ার কারণে ওয়াকআউট করে বিক্ষোভ দেখাতে শুরু করল রাজ্যের বিরোধী দল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃণমূলের উপপ্রধানকে খুনের পরই রামপুরহাটের দশটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যেখানে মৃত্যু হয়েছে প্রায় 10 জনের। আর এরপরই এই ঘটনায় সরকারকে চেপে ধরতে শুরু করেছে বিরোধীরা। রাজ্য বিধানসভায় এই ব্যাপারে আলোচনার দাবি তোলা হয়। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ার পরেই রীতিমতো ওয়াকআউট করে বিরোধী দল বিজেপি। যেখানে বাইরে বেরিয়ে স্লোগান দিতে শুরু করে তারা। স্বভাবতই এই পরিস্থিতিতে বিরোধীদের বিক্ষোভে যে যথেষ্ট চাপে পড়ে গেল রাজ্য প্রশাসন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!