এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড থেকেও অমিল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড থেকেও অমিল বিনামূল্যে চিকিৎসা পরিষেবা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে মুখ্যমন্ত্রী রানাঘাটের সভা থেকে ঘোষণা করেছিলেন যে, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও কোন হাসপাতাল যদি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে রাজি না হয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেছিলেন যে, দরিদ্র মানুষের সঙ্গে অন্যায় কখনোই মেনে নেবেন না। স্বাস্থ্যসাথী কার্ড হাসপাতাল গ্রহণ না করলে, তার বিরুদ্ধে থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু এরপরেও বাঘাযতীনের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্য সাথীর কার্ড না নেওয়ার বিস্ফোরক অভিযোগ উঠে এলো।

বাঘাযতীন স্টেশনের নিকটেই আছে রেড প্লাস নার্সিংহোম। এখানেই চিকিৎসার জন্য আনা হয়েছিল শিখা রানী সেনকে। গত ১২ ই জানুয়ারি পেটে ব্যথা নিয়ে তাঁকে ভর্তি করা হয় এই নার্সিংহোমে। স্থানীয় বাসিন্দা শিখা রানী সেনকে তাঁর পুত্র কানু সেন এখানে নিয়ে আসেন চিকিৎসার জন্য। কানু সেন পেশায় জনৈক ধোপা। বৈধ স্বাস্থ্য সাথী কার্ড তাঁর সঙ্গে ছিল। যা নিয়ে তিনি বেসরকারি নার্সিংহোমে এসেছিলেন তাঁর মায়ের চিকিৎসা করাতে। আর্থিক সঙ্গতি তাঁর তেমন নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু অভিযোগ উঠেছে তাঁর কাছে বৈধ স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও সে কার্ড নিতে অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। ধরিয়ে দেওয়া হয়েছে তাঁকে মোটা অংকের বিল। নার্সিং হোমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেহেতু অপারেশন করা হচ্ছে না তাঁর মাকে, তাই এক্ষেত্রে তিনি ব্যবহার করতে পারবেন না স্বাস্থ্য সাথী কার্ড। একমাত্র রোগীর অপারেশন হলেই ব্যবহার করা যাবে স্বাস্থ্য সাথী কার্ড। এছাড়াও নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে যে, রাজ্য সরকারের বেঁধে দেওয়া রেটে চিকিৎসা করা মোটেই সম্ভব নয়।

রোগীকে ভর্তি নেওয়া ভুল হয়েছে, বলে দাবি করে টাকা ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে নার্সিংহোমের পক্ষ থেকে। নার্সিং হোম এক্ষেত্রে জানিয়েছে, অনুমোদন না পাওয়া পর্যন্ত তারা কিছুই বলতে পারবেন না। স্বাস্থ্য ভবন থেকে অনুমোদন না পেলে তাঁরা চিকিৎসা দিতে পারবেন না। নার্সিংহোম কানু সেনের কাছে তাঁর মায়ের চিকিৎসার জন্য ২২ হাজার টাকার বিল ধরিয়েছে। বিল মেটাতে তাঁকে মহাজনের কাছে থেকে ১০% সুদে ঋণ নিয়ে হাসপাতালের বিল মেটাতে হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!