এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রশ্নপত্র চুরির কারণে পরীক্ষা বন্ধ হলো কবিগুরুর শিক্ষাঙ্গনে, উঠে এলো নানা প্রশ্ন

প্রশ্নপত্র চুরির কারণে পরীক্ষা বন্ধ হলো কবিগুরুর শিক্ষাঙ্গনে, উঠে এলো নানা প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হঠাৎ প্রশ্নপত্র চুরি যাবার কারণে বন্ধ করা হল বিশ্বভারতীর বেশকিছু পরীক্ষা। এই পরীক্ষাগুলো সম্প্রতি হবার কথা ছিল। সম্প্রতি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের রবীন্দ্র সংগীত নৃত্য ও নাটক বিভাগের প্রধান সুনিতা দেবীর ঘর থেকে পরীক্ষার প্রশ্নপত্র গায়েব হয়ে গেছে, বলে জানা যাচ্ছে। যে কারণে পরীক্ষা বন্ধ রেখে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছে বিশ্বভারতী।

বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যক্ষ স্বপন কুমার ঘোষ এক সাংবাদিক বৈঠক করে প্রশ্নপত্র চুরির বিষয়টি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, প্রশ্নপত্র চুরি হয়ে যাবার কারণে বিশ্বভারতীর সংগীত ভবনের অবারিত দ্বার এখন বন্ধ রাখা হবে। এর সঙ্গে সঙ্গেই সমস্ত অধ্যাপক, বিভাগীয় প্রধানদের ঘরে তালাবদ্ধ করে রাখা হবে। তবে বিশ্বভারতীর সংগীত ভবনের জনৈক অধ্যাপক শ্রুতি বন্দ্যোপাধ্যায়ের ঘরে তালা দেয়া হলেও, তিনি চাবি নিতে অস্বীকার করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সুনিতা দেবীর ঘর থেকে প্রশ্নপত্র কারা গায়েব করেছে? বা কিভাবে তারা গায়েব করেছে? তা এখনো পর্যন্ত জানা যায় নি। কিন্তু এই ঘটনায় বিশ্বভারতীর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। প্রশ্নপত্র চুরি যাওয়ার কারণে পরীক্ষা বন্ধ থাকায় একদিকে যেমন বিপাকে পড়েছেন পড়ুয়ারা, তেমনি এই ঘটনা নিয়ে তীব্র শোরগোল পড়ে গেছে বিশ্বভারতীর অন্দরে। শিক্ষাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি করেছেন অনেকেই।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!