এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত বাতিল হলো শুভেন্দু অধিকারীর এই বিশেষ কর্মসূচি, জেনে নিন কারণ

প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত বাতিল হলো শুভেন্দু অধিকারীর এই বিশেষ কর্মসূচি, জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক বিশেষ কর্মসূচি। ভোটের ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসা ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আগামীকাল পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অফিস ঘেরাও করার কর্মসূচি নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে এক লক্ষ কর্মী-সমর্থকদের আনার কথা বলা হয়েছিল। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে, শেষপর্যন্ত এই কর্মসূচি বাতিল হয়ে গেছে। করোনা সংক্রমনের কারণে এই কর্মসূচি বাতিল বলে ঘোষণা করা হলো বিজেপির পক্ষ থেকে।

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা, ভুয়ো ভ্যাকসিন কান্ড সহ একাধিক ইস্যু নিয়ে গত ১৫ ই জুলাই তমলুকের পুলিশ সুপার অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির একাধিক নেতাকর্মীরা। যেখানে যোগদান করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ভোট-পরবর্তী হিংসায় নিষ্ক্রিয় থেকেছে রাজ্যের পুলিশ। তিনি অভিযোগ করেছিলেন, বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে বারবার মিথ্যে অভিযোগ দায়ের করা হচ্ছে। তিনি হুশিয়ারি দিয়েছিলেন, এসব যদি বন্ধ না হয়, তবে পুলিশ সুপারকে প্রয়োজনে জম্মু-কাশ্মীরে বদলি করে দেয়া হতে পারে। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। সেসময় তিনি জানিয়েছিলেন যে, ৯ ই আগস্ট অর্থাৎ আগামীকাল এক লক্ষ কর্মী-সমর্থকদের নিয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, করোনা সংক্রমনের কারণে এই কর্মসূচি বাতিল করে দিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে গতকাল বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক জানিয়েছেন যে, যে দিন তথাকথিত লকডাউন উঠে যাবে, তার তিন-চার দিনের মধ্যে এই কর্মসূচি সফলভাবে পালন করবেন তাঁরা। এখনকার জন্য এই কর্মসূচি স্থগিত করে দিয়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সম্পূর্ণ ইচ্ছে করেই বিরোধীদের বিক্ষোভ, আন্দোলন দমিয়ে রাখার উদ্দেশ্যে বারবার করোনার বিধিনিষেধের সময়সীমা বাড়াচ্ছে রাজ্য সরকার। বিজেপির অভিযোগ, রাজ্যে বিধি-নিষেধ থাকলেও শাসক দল তৃণমূল পুলিশি পাহারায় রাজনৈতিক কর্মসূচি পালন করছে। কিন্তু বিজেপি যদি কোনো কর্মসূচি পালনের আয়োজন করে, তবে দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!