এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘বহিরাগত’ মুকুল রায়কে আটকাতে জারি সার্কুলার, বিশ্ববিদ্যালয় চত্ত্বর মুড়ে ফেলা হল নিরাপত্তায়

‘বহিরাগত’ মুকুল রায়কে আটকাতে জারি সার্কুলার, বিশ্ববিদ্যালয় চত্ত্বর মুড়ে ফেলা হল নিরাপত্তায়


আজ কলকাতা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৮ তম জন্মদিবস কলকাতা বিশ্ববিদ্যালয় স্থায়ী কর্মচারী পরিষদের ডাকে ও সরকারি কর্মচারী পরিষদের সহযোগিতায় পালন করার কথা। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল বিজেপি নেতা মুকুল রায়ের। কিন্তু গতকালই হঠাৎ করে নজিরবিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এক নির্দেশিকা পাঠান যাতে লেখা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও কর্মীরা ছাড়া ‘বহিরাগতরা’ কেউ বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত থাকতে পারবেন না। আর এই নির্দেশিকা জারির পর রীতিমত ক্ষোভে ফেটে পড়েন কলকাতা বিশ্ববিদ্যালয় স্থায়ী কর্মচারী পরিষদের সভাপতি মন্মথ বিশ্বাস এবং সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল। তাঁদের মূল বক্তব্যই ছিল মুকুল রায়কে আটকাতেই প্রশাসনের এইরকম নজিরবিহীন ও অগণতান্ত্রিক পদক্ষেপ।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এরপর আজ সকাল থেকেই তীব্র কৌতূহল ছিল যে আজকের অনুষ্ঠানে মুকুল রায় আসেন কিনা তা দেখতে। প্রাথমিকভাবে অনুষ্ঠান বিকেল ৩ টেই শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ে উর্দু বিভাগের একটি পরীক্ষা চলার ফলে তা পিছিয়ে ৪ টের সময় করা হয়েছে। কিন্তু সকাল থেকেই রীতিমত নিরাপত্তার কঠোর চাদরে মুড়ে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্ত্বর। প্রেসিডেন্সি কলেজের দিকের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। রীতিমত আইডি কার্ড চেক করে তবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, কর্মী ও সাংবাদিকদের। এই পরিস্থিতিতে মন্মথ বাবুর এখনো দাবি ‘বহিরাগত’ মুকুল রায়ের আসা আটকাতেই এই পদক্ষেপ, কিন্তু তিনি আসবেনই। কেননা তিনি যখন তৃণমূলের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তখন তাঁর হাত ধরে অনেকে তৃণমূল নেতাও এসেছিলেন, সেখানে একজন প্রাক্তন রেলমন্ত্রীকে আটকাতে এই পদক্ষেপ মানা যায় না। প্রয়োজনে তিনি আদালতে যাবেন। আরো কি বলেছেন তিনি আমাদের সাংবাদিককে দেখে নিন ভিডিওতে –

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!