এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভাতের থালা হাতে অভিনব প্রতিবাদ মিছিলে উত্তাল হতে চলেছে কলকাতার রাজপথ

ভাতের থালা হাতে অভিনব প্রতিবাদ মিছিলে উত্তাল হতে চলেছে কলকাতার রাজপথ


রাজ্য সরকারের ঘুম ওড়াতে অভিনব প্রতিবাদ আন্দোলনের পথে রাজ্য সরকারি কর্মচারীরা। আজ দুপুর দেড়টার সময় বিজেপি রাজ্য সদর দপ্তরের বাইরে থেকে যোগাযোগ ভবনের সামনে সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তির পাদদেশ পর্যন্ত ভাতের থালা হাতে এক অভিনব প্রতিবাদ আন্দোলন করতে চলেছে বিজেপি প্রভাবিত সরকারী কর্মচারী পরিষদ, বিজেপি টিচার্স সেল, বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ,পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিক পরিষদ সহ অন্যান্য সরকারি কর্মচারীরা। এই অভিনব প্রতিবাদ মিছিলের নেতৃত্ত্ব দেবেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, বিজেপি নেতা জয় ব্যানার্জি ও কনকন দেবনাথ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আন্দোলনকারীদের পক্ষে অন্যতম নেতা তথা বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল জানিয়েছেন, মূলত পাঁচ দফা দাবিতে রাজ্য সরকারের বিরূদ্ধে এই আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। সেগুলি হল –
১. অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয়হারে সংশোধিত বেতনক্রম চালু করতে হবে
২. বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে
৩. চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে
৪. বেসরকারি পরিবহন শ্রমিকদের পিএফ, ইএসআই এর ও চাকরির স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে
৫. আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সরকারী কর্মচারী সহ অন্যান্য ভোট কর্মচারীদের অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনা করতে দিতে হবে ও তাঁদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করতে হবে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!