এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েই বড়সড় বিপত্তি আলিমুদ্দিনে, কটাক্ষের মুখে বামশিবির

প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েই বড়সড় বিপত্তি আলিমুদ্দিনে, কটাক্ষের মুখে বামশিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্বাধীনতার ৭৫ তম বর্ষে এবার প্রথম জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেল বাম নেতৃত্বকে। আজ আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সিপিএম দপ্তরে জাতীয় পতাকা উড়তে দেখা গেল। জাতীয় পতাকা উত্তোলন করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আর পতাকা উত্তোলন করতে গিয়েই দেখা দিল বিপত্তি। জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন করে ফেলেছেন বিমান বসু। বিষয়টি নজরে আসতেই, সকলে তাঁকে থেমে যেতে বলেন। এরপর নিজের ভুল শুধরে নিয়ে সোজা করে পতাকা উত্তোলন করেন তিনি। বিষয়টি নিয়ে ঢোক গিলছে সিপিএম নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বিষয়টি অপ্রকাশিত থাকে নি। বিষয়টি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে সিপিএমকে। অনেকে বলতে শুরু করেছেন যে, দীর্ঘদিন অনভ্যাসের ফলে হয়তো এমন ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন, স্বাধীনতা লাভের পর যারা এক সময় বলেছিলেন ইয়ে আজাদি ঝুটা হ্যায়। আজ তাদের হাতে জাতীয় পতাকা টাঙাতে গিয়েই এরকম ঘটনা ঘটেছে। এরপর খুব তাড়াতাড়ি জাতীয় পতাকা সোজা করে টাঙ্গানোর ব্যবস্থা করা হয়। আজ দেশের সমস্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে সিপিএমকে।

সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জাতীয়তাবাদ, দেশাত্মবোধকে হাতিয়ার করে মানুষের মনে যেভাবে প্রভাব বিস্তার করে নিয়েছে বিজেপি, তাকে চ্যালেঞ্জ করতেই স্বাধীনতা দিবস পালন করেছে সিপিএম। সিপিএমের এই স্বাধীনতা দিবস পালন সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন যে, দেরিতে হলেও বোধোদয় ঘটেছে সিপিএমের। গোটা পৃথিবীতে যখন মার্ক্সবাদ ছিল না। তখন সেটা পশ্চিমবঙ্গে ধরে রাখার চেষ্টা করেছিল সিপিএম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!