এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফুটবলের ‘মক্কা’ থেকে অনেক দূরে করোনা আবহে নতুন রূপে বছরের প্রথম ডার্বি! ক্রমশ বাড়ছে উত্তাপ

ফুটবলের ‘মক্কা’ থেকে অনেক দূরে করোনা আবহে নতুন রূপে বছরের প্রথম ডার্বি! ক্রমশ বাড়ছে উত্তাপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই গোয়ায় শুরু হয়ে গিয়েছে আইএসএল। আর সেই টুর্নামেন্টের প্রথম ডার্বির ঠিক দুদিন আগে কি অবস্থায় রয়েছেন সবুজ মেরুন শিবির? জানা গেছে, সবুজ-মেরুন শিবিরে পুরোদমেই চলছে ডার্বির প্রস্তুতি। এটিকে-মোহনবাগান কোচ সপ্তাহখানেক আগে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে যে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন, সেখানে বিপক্ষের রক্ষণ ও মাঝমাঠে একাধিক ছোট ছোট পাস খেলতে দেখা গিয়েছিল অ্যান্টনি পিলকিংটনদের।

শুক্রবার তিলক ময়দানে তাদের বিরুদ্ধেই যেন সেই লাল-হলুদ হিসেব কাজ করতে না পারে তার জন্য সবুজ মেরুনের স্পেনীয় কোচ হিসেবে নিকেশ শুরু করে দিয়েছেন বলেই জানা গেছে। তাই খেলার আগে রক্ষণ এবং মাঝমাঠের ফুটবলারদের নিয়ে আলাদা করে ক্লাস করতে দেখা গেছে তাঁকে। সেখানে যেমন উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তিরি, সন্দেশ জিঙ্ঘনদের, তেমনই সেইসঙ্গে কার্ল ম্যাকহিউ, ব্র্যাড ইনমান, জয়েশ রানে, প্রণয় হালদারদেরও কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উদ্দেশ্য ? বিপক্ষ যেন একাধিক পাস না খেলতে পারেন। আর এসসি ইস্টবেঙ্গল শিবির এই রণনীতি নিলে বল যেমন কেড়ে নেওয়া সহজ হবে, তেমনই দ্রুত প্রতি-আক্রমণে বিপক্ষে পাল্টা চাপে ফেলা সহজ হবে বলেই মনে করেছেন ক্রীড়াবিদরা।।সেক্ষেত্রে জানা গেছে, সেইসঙ্গে নিখুঁত পাসে বিপক্ষের ফাঁকা জায়গায় বল রাখার অনুশীলনও করছেন এটিকে-মোহনবাগান খেলোয়াড়রা।

সেখানে দুই উইঙ্গার প্রবীর দাস এবং শুভাশিস বসুকে ওভারল্যাপের পাশাপাশি বিপক্ষের আক্রমণের সময় রক্ষণে নেমে আসার অনুশীলন করানো হচ্ছে বলেও জানা গেছে। যদিও সেক্ষেত্রে ব্র্যাড ইনম্যানকেই কোচ সব চেয়ে বেশি সময় দিয়েছেন, এমনটাই জানা গেছে তথ্যসূত্রে। সেইসঙ্গে বুধবার ফাওলার ও তাঁর সহকারীরা ডার্বির রণনীতি তৈরি করেছেন বলেও জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে কোন কোন বিভাগে আরও উন্নতি দরকার তার তালিকাও তৈরি করা হয়েছে বলে জানা গেছে। আজ, বৃহস্পতিবার সকালে চূড়ান্ত মহড়ায় এই বিষয়গুলোর উপরেই জোর দেওয়া হবে বলেই জানা গেছে। সেখানে হোটেলে ট্রেনিং করতে দেখা গেছে, অ্যান্টনি পিলকিংটন, জা মাগোমা থেকে জেজে লালপেখলুয়া, বলবন্ত সিংহকে। অন্যদিকে, ডার্বির প্রস্তুতির মাঝে ফাওলারের ডাকেই উইগান অ্যাথলেটিকের সর্বোচ্চ গোলদাতা জো গার্নারের লাল-হলুদ জার্সিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।

অন্যদিকে, ডার্বি মানেই যেখানে প্রবল উত্তেজনা, সেখানে আইএসএলের প্রথম ডার্বির আটচল্লিশ ঘণ্টা আগেই প্রতিপক্ষ এটিকে-মোহনবাগান অনুশীলন করলেও বুধবার পুরো দলকে ছুটি দিলেন ফাওলার। কারণ তিনি জানেন ফুটবলারদের কাছে এটা যতটা শারীরিক শক্তির লড়াই, ঠিক ততটা মনের লড়াইও।

যদিও এবার খেলার প্রস্তুতি সব চেয়ে দেরিতে শুরু করেছেন লাল-হলুদের ফুটবলারেরা। ফাওলার নিজেও তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেও এই ছুটির কারণ হিসেবে জানা গেছে, কোচের মতে, ম্যাচের আগে মনকে শান্ত না রাখতে পারলে বিপর্যয় অনিবার্য। সেইসঙ্গে টানা অনুশীলনের ফলে ক্লান্তিও প্রভাব ফেলতে পারে বলেই মনে করেছেন তিনি।

আর এই সমস্যা কাটিয়ে ওঠার একমাত্র উপায় হিসেবে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে ফুটবল থেকে সম্পূর্ণ দূরে থাকাকেই মনে করছেন কোচ। সেক্ষেত্রে তাঁর মতে, শুধু খেলার আগের দিন মাঠে নেমে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কি না যাচাই করে নেওয়াই যথেষ্ট। সেইসঙ্গে লাল-হলুদ কোচের ঘনিষ্ঠ মহলেও এই একই কথা বলতে শোনা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!