এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রথম দফায় কোন দল কত আসন! অংক নিয়ে তরজায় অমিত শাহ বনাম মমতা!

প্রথম দফায় কোন দল কত আসন! অংক নিয়ে তরজায় অমিত শাহ বনাম মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে পাঁচটি জেলার ত্রিশটি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। তৃণমূল থেকে বিজেপি দুই দল দাবি করছে, বেশিরভাগ আসনে প্রথম দফায় তারাই জয়লাভ করবে। আর এই পরিস্থিতিতে প্রথম দফায় কে কত আসন পাবে, তা নিয়ে দুই দলের মধ্যে তৈরি হয়েছে তরজা। বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, প্রথম দফায় যে 30 টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে 26 টি আসন তাদের দখলে থাকবে। যার পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, রবিবার বিজেপির পক্ষ থেকে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার প্রথম দফায় যে 30 টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে থেকে 26 টি আসন বিজেপি দখল করবে বলে জানিয়ে দেন অমিত শাহ। স্বাভাবিক ভাবেই বিজেপির সর্বভারতীয় চাণক্য এই কথা বলার সাথে সাথেই পাল্টা প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেস। বিকেলে চন্ডিপুরের সভা থেকে এই ব্যাপারে অমিত শাহকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “বিজেপির এক নেতা বলছে, 30 টির মধ্যে 26 টি আসন পাবে। আমরা বলছি, বাকি চারটে রাখলে কেন? সিপিএম আর কংগ্রেসের জন্য! আমরা এগুলো কিছুই বলব না। আমাদের বিশ্বাস আছে মানুষের ওপর। ভোটের যা পারসেন্টেন্স দেখেছি, তাতে বিশ্বাস আছে, মানুষ এবার আমাদেরকে সমর্থন করবেন।” স্বাভাবিক ভাবেই দুই রাজনৈতিক প্রতিপক্ষের দুই শীর্ষ নেতা নেত্রী প্রথম দফার ভোটের অংক নিয়ে যেভাবে তরজায় জড়িয়ে পড়লেন, তা রীতিমত দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

পর্যবেক্ষকরা বলছেন, কোনো দলই গণনা পর্ব পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না। কেননা পরবর্তীতে আরও বেশ কয়েকটা দফা রয়েছে। তাই সেই সমস্ত দফায় যাতে দুই দল ভালো ফল করে, তার জন্য এখন থেকেই আত্মপ্রত্যয়ী হয়ে দুই দলের শীর্ষ নেতা নেত্রী আগাম অংক কষতে শুরু করেছেন।

আর সেই কারণেই এখন দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে আগাম ভবিষ্যদ্বাণী করে জানিয়ে দেওয়া হচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনে তারা কত আসন পেতে চলেছেন। তবে আগাম অংক নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে যতই তরজা হোক না কেন, প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার পর হেভিওয়েট নেতা নেত্রীদের অংক ভোটবাক্স খোলার পর কতটা মিল খায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!