“প্রথম পাঁচ দফায় কিছু করতে পারেনি তৃণমূুলের গুণ্ডারা, হতাশায় ভুগছেন দিদি।” – কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় তৃণমূল বিজেপি রাজনীতি April 18, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সমাপ্ত হল রাজ্যের পঞ্চম দফার নির্বাচন। পঞ্চম দফার নির্বাচনে কিছু কিছু স্থান থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের উপরে এই পর্বের নির্বাচন শান্তিপূর্ণভাবেই সমাপন হতে পেরেছে বলা চলে। আজ পাঁচ দফা নির্বাচনের পর বিজেপি’র জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য রাখতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আজ জামালপুরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, পাঁচ দফা নির্বাচনে ১২২ এরও বেশি আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, তৃণমূলের থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে বিজেপি। আগামী ২ রা মে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হবে। এরপর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন যে, প্রথম পাঁচ দফায় তৃণমূলের গুন্ডারা কিছু করতে পারেনি। এ কারণেই হতাশায় ভুগছেন মুখ্যমন্ত্রী। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, তিনি কামনা করছেন যে, আগামী ২ রা মের আগে মুখ্যমন্ত্রীর পা যেন ঠিক হয়ে যায়। যাতে তিনি পায়ে হেঁটে রাজ্যপালের কাছে গিয়ে তাঁর ইস্তফা পত্র জমা দিয়ে আসতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, কাটমানি খাওয়া সরকারকে দূর করে দেবেন রাজ্যের মানুষ। ২ রা মের পর রাজ্য থেকে গরু পাচার বন্ধ হয়ে যাবে। এদিকে, চতুর্থ দফায় শীতলকুচিতে গুলি কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন যে, শীতলকুচিতে মৃতদের নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি কাণ্ডে ফাঁস হয়ে যাওয়া অডিও ক্লিপ নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার মতামত জানান -