এখন পড়ছেন
হোম > জাতীয় > “প্রথম পর্বের ভোট, ২০০ পার করার লক্ষ্য পূরণ করবে।” আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

“প্রথম পর্বের ভোট, ২০০ পার করার লক্ষ্য পূরণ করবে।” আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল থেকে শুরু হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। গতকাল ছিল তার প্রথম পর্ব। গতকাল ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলে। কিছু স্থানে বিক্ষিপ্ত অশান্তি ঘটলেও ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণই বলা চলে। এই প্রথম দফা নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আর, এরপরেই জয়ের ব্যাপারে আশাবাদী হতে দেখা যাচ্ছে বিজেপিকে। বিধানসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে যোগদান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি’র জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য রাখলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করাতে সফল হয়েছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন তিনি। বোমা,গুলি, মৃত্যু ছাড়াই হতে পেরেছে প্রথম পর্বের নির্বাচন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রথম পর্বের ভোট ২০০ পার করার লক্ষ্য পূরণ করবে। এই নির্বাচনে বুথে কোন গোলমাল হয়নি বলেই সমস্যা হয়েছে তৃণমূলের, কটাক্ষ করলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, পশ্চিমবঙ্গে তোষণ ও অনুপ্রবেশের রাজনীতি চরমে উঠেছে। রাজ্য জুড়ে চলছে দুর্নীতির রাজনীতি। পশ্চিমবঙ্গে শাসক বদলে গেছে, কিন্তু বাংলার ভাগ্য একই রকম আছে। তবে, তিনি জানালেন বাংলার উন্নতি সম্ভব, এই স্বপ্ন দেখিয়েছে বিজেপি।

এরপরই প্রথম দফা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য রাখতে দেখা গেলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩০ টি আসনের মধ্যে ২৬ টি আসনে জয়লাভ করবে বিজেপি। বড় ব্যবধানে এই সমস্ত কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে। তিনি জানালেন, পশ্চিমবঙ্গের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। বেশি ভোট পড়া বিজেপি পক্ষে শুভসংকেত বলে, জানালেন তিনি।

প্রসঙ্গত, গতকাল যে সমস্ত আসনে ভোটগ্রহণ হয়েছে, সেই আসনগুলোতে গত লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য লাভ করেছিল বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের জয় যাত্রাকে অক্ষুন্ন রাখতে পারবে বলে, আশাবাদী বিজেপি শিবির। অন্যদিকে, বিধানসভা ভোটে এই আসনগুলিকে পুনরুদ্ধারে একেবারে উঠে পড়ে লেগেছে তৃণমূল।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!