এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রথম শ্রমিক সংগঠন থেকে শুরু করে প্রথম মহিলা মেরিন ইঞ্জিনীয়ার , আজকের দিনে আর কী কী ঘটেছিল

প্রথম শ্রমিক সংগঠন থেকে শুরু করে প্রথম মহিলা মেরিন ইঞ্জিনীয়ার , আজকের দিনে আর কী কী ঘটেছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ২৭শে আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ২০০৬ সালে আজকের দিনে বিখ্যাত পরিচালক হৃষীকেশ মুখোপাধ্যায় দেহত্যাগ করেন।

২. ১৭৮১ সালে আজকের দিনে হায়দার আলি ও ইংরেজদের মধ্যে পালিলোর-এর যুদ্ধ সংগঠিত হয়।

৩. ১৮৭০ সালে আজকের দিনে কলকাতায় শশীপদ ব্যানার্জি প্রথম শ্রমিক সংগঠন, যার নাম শ্রমজীবী সংঘ, স্থাপন করেন।

 

৪. ১৯৮২ সালে আজকের দিনে ভারতীয় সন্ত, আনন্দময়ী মা, দেহত্যাগ করেন।

৫. ১৯৯৯ সালে আজকের দিনে শ্রীমতী সোনালী ব্যানার্জী ভারতের প্রথম মহিলা মেরিন ইঞ্জিনীয়ার রূপে আসীন হন।

৬. ১৫৭৬ সালে আজকের দিনে বিখ্যাত রেনেসাঁস চিত্রশিল্পী টিসিয়ান পরলোক গমন করেন।

৭. ১৭৮৯ সালে আজকের দিনে ফ্রান্সে ফরাসী ন্যাশানাল অ্যাসেম্বলি মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৮. ১৯০৮ সালে আজকের দিনে বিখ্যাত ক্রিকেটের ডন ব্র্যাডম্যানের জন্ম হয়।

৯. ১৯৭৯ সালে আজকের দিনে ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের মৃত্যু হয়।

১০. ১৮৮৩ সালে আজকের দিনে বিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণ, ক্রাকাটোয়া আগ্নেয়গিরি বিস্ফোরণ, ঘটে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!