এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক সরকারি প্রকল্পের নাম,কটাক্ষ শুভেন্দু অধিকারীর

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক সরকারি প্রকল্পের নাম,কটাক্ষ শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল। আর এই পরীক্ষার পরীক্ষার প্রশ্নপত্রতে এসেছে একাধিক সরকারি প্রকল্পের নাম। যার মধ্যে রয়েছে সবুজসাথী, গতিধারা, স্বাস্থ্যসাথির মতো প্রকল্প। এই প্রকল্প গুলি থেকে প্রশ্ন এসেছে। আবার একটি প্রশ্নতে জানতে চাওয়া হয়েছে যে, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেছিলেন। যার অপশনে সাভারকারের নাম রয়েছে। এই ঘটনায় তৃণমূলকে প্রবল কটাক্ষ করেছে বিজেপি।

গতকাল রাজ্যের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হল। এই পরীক্ষার এই ধরনের প্রশ্ন গুলি পাওয়া গেছে। এই ধরনের চারটি প্রশ্ন এসেছে। যেখানে সবুজ সাথী প্রকল্প, গতিধারা প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প, সাভারকারকে নিয়ে প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলি দেখে অনেকেই প্রশ্ন করেছেন যে, এগুলি চাকরির পরীক্ষার প্রশ্ন? নাকি কোন রাজনৈতিক দলের প্রচার? প্রতিযোগিতামূলক পরীক্ষায় কেন এই ধরনের প্রশ্ন করা হয়েছে? তা নিয়েও প্রশ্ন উঠেছে যথেষ্ট হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের একটি পরীক্ষায় আয়ুষ্মান ভারত নিয়ে প্রশ্ন আসায় প্রবল ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বিরোধীদের। আবার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন করাতে প্রবল ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল বিরোধীদের। এবার একই ধরনের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে একটি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ইউপিএসসি পরীক্ষায় ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন করা আকাশ ভেঙ্গে পড়েছিল। এখন ডব্লিউবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এখন কি বলবেন ভণ্ড বিদ্বজ্জনেরা? সেটাই দেখতে চেয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!