এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রতিবাদ করে পদ গেছে দলীয় নেতার! অনুব্রত মণ্ডলের সামনে আর টু-শব্দটিও নেই দলীয় কর্মীসভায়!

প্রতিবাদ করে পদ গেছে দলীয় নেতার! অনুব্রত মণ্ডলের সামনে আর টু-শব্দটিও নেই দলীয় কর্মীসভায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দাপটে বাঘে গরুতে কার্যত এক ঘাটে জল খায়। বিরোধীরা তো দূর অস্ত, শাসক দলের নেতাকর্মীরাও অনুব্রত মণ্ডলের সামনে কথা বলতে তটস্থ থাকেন। কিন্তু সম্প্রতি অনুব্রত মণ্ডলের সামনেই সরকারি কাজ নিয়ে বিস্ফোরক হন তৃণমূলের এক বুথ সভাপতি। যার পরেই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন অনুব্রতবাবু। আর যে জেলায় তৃণমূল সভাপতির নাম অনুব্রত মণ্ডল, সেখানে তার মুখের উপর এইভাবে তৃণমূলের এক নেতা মন্তব্য করবেন, তা সত্যিই অনেক কল্পনা করতে পারেননি।

তবে অনুব্রতবাবু যে এই সমস্ত কিছু শুনে চুপ থাকবেন না, তা সেই নেতার মন্তব্যের পরে তাকে পাল্টা পদ থেকে সরিয়ে দেওয়ার কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। এদিকে এই ঘটনার পর শুক্রবার দুপুরে কেতুগ্রাম 1 ব্লকে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সভায় উপস্থিত হয়ে সকলের কাছে দলের অবস্থা শুনতে চাইলে প্রত্যেকেই অনুব্রত মণ্ডলকে “সব ঠিক আছে” বলে জানিয়ে দিলেন। কিন্তু সবার মুখে একই কথা কেন? অনেকে বলছেন, সম্প্রতি তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখের উপর কথা বলে বিড়ম্বনায় পড়েছেন। তাই পদ বাঁচাতে এখন সকলেই অনুব্রতবাবুর কাছে “সব ঠিক আছে” বলে মন্তব্য করতে শুরু করেছেন। অর্থাৎ কেউ চাইছেন না, এই সময় যাতে অনুব্রত মণ্ডল তাদের ওপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে পদ থেকে সরিয়ে দেয়।

সূত্রের খবর, এদিন অঞ্চল এবং বুথ সভাপতিদের প্রত্যেককে ডেকে সেখানে দলের অবস্থা কেমন, তা জানতে চান অনুব্রত মণ্ডল। দল কেমন চলছে, আগামী দিনে ভালো ফল হবে তো! প্রত্যেককে সেই প্রশ্ন করেন জেলা তৃণমূল সভাপতি। আর তখনই প্রায় প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জবাব দেন “সব ঠিক আছে দাদা”। আর এখানেই একাংশের প্রশ্ন, প্রায় প্রতিটি বুথস্তরের কর্মীসভাতেই কিছু না কিছু সমস্যার কথা এতদিন উঠে আসছিল। কিন্তু এবার কেউ কোনো সমস্যার কথা না বলায় গুঞ্জন তৈরি হয়েছে। তাহলে কি সম্প্রতি অনুব্রত মণ্ডলের মুখের উপর এক তৃণমূল নেতা মন্তব্য করার পর তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই এদিনের কর্মীসভায় আর কেউ অনুব্রত মন্ডলের কাছে কোনরূপ অভিযোগ করতে চাইলেন না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু যদি তারা ভয়ে এইভাবে চুপ থাকেন এবং তার ফলে প্রকৃত সমস্যা সমস্যাতেই থেকে যায়, তাহলে আগামী দিনে তো আরও বিড়ম্বনা বাড়বে জেলা তৃণমূল নেতৃত্বের! এক্ষেত্রে অনুব্রত মণ্ডল যদি ভয় দেখাতে শুরু করেন, তাহলে আসল সমস্যার সমাধান হবে না। ভয়ে কর্মীরা মুখ খোলায় সমস্যা সমস্যাতেই থাকবে বলে দাবি ওয়াকিবহাল মহলের। যদিও বা এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “এখন অনেক পরিবর্তন হয়েছে। সামনের বিধানসভা ভোটে আমরাই জয়ী হব। এলাকার মানুষ আবার অন্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন।”

তবে তৃণমূলের অনেক কর্মী সমর্থকরা বলছেন, সিউড়ি ব্রকের কর্মীসভায় অনুব্রত মণ্ডলকে সমস্যার কথা শুনিয়ে অনেককে ধমক খেতে হয়েছে। তাই তার কাছে অভিযোগ করে আর কেউ ধমক খেতে চাইছেন না। যার ফলে সবাই তার প্রশ্নের মুখে পড়ে “সব ঠিক আছে দাদা” বলে নীরবতা পালন করছেন। তবে অনুব্রত মণ্ডলের ধমকের জেরে যদি ভয় পেয়ে তৃণমূলের নিচুতলার নেতাকর্মীরা প্রকৃত সমস্যার কথা না বলেন, তাহলে সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!