এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রতিবাদের অধিকার ও জঙ্গী কার্যকলাপ এক বিষয় নয়, কোন আন্দোলনে সামিল হওয়া মানেই সন্ত্রাসবাদ নয়, সিদ্ধান্ত হাইকোর্টের

প্রতিবাদের অধিকার ও জঙ্গী কার্যকলাপ এক বিষয় নয়, কোন আন্দোলনে সামিল হওয়া মানেই সন্ত্রাসবাদ নয়, সিদ্ধান্ত হাইকোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোনটি প্রতিবাদের অধিকার, আর কোনটি জঙ্গী কার্যকলাপ? তার পার্থক্য বুঝতে হবে। সংবিধান সকলকেই প্রতিবাদের অধিকার দিয়েছে। কিন্তু এর সঙ্গে সন্ত্রাসের পার্থক্য বুঝতে হবে। কেউ কোন আন্দোলনে সামিল হলেই তিনি সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যান না। ইউএপিএ নিয়ে চলা মামলার শুনানিতে গতকাল এমনই নির্দেশ দিলো দিল্লি হাইকোর্ট। ইউএপিএ মামলায় অভিযুক্ত ছাত্রসংগঠনের বেশকিছু কর্মীকে গতকাল জামিন দিলো দিল্লি হাইকোর্ট।

প্রসঙ্গত, গতবছর দিল্লিতে হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন দিল্লির ছাত্র সংগঠনের তিন কর্মী দেবাঙ্গনা কলিতা,নাতাশা নারওয়াল ও আসিফ ইকবাল তানহা। গতকাল, তাঁদের বিরুদ্ধে চলা মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে তাদের জামিন দেয়া হয়েছে। ৫০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেয়া হয়েছে। এই অভিযুক্তদের ওপর রাষ্ট্রদোহিতার অভিযোগ আনা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল, ইউএপিএ মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিবাদের অধিকার ও জঙ্গি কার্যকলাপের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আন্দোলন ও সন্ত্রাস এক বিষয় নয়। দিল্লি হাইকোর্টের বিচারক সিদ্ধার্থ মৃদুল ও অনুপ জয়রাম ভাম্ভানির বেঞ্চ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অবস্থা চলতে থাকলে দেশে গণতন্ত্রের জন্য খুব দুঃখের দিন সামনে এগিয়ে আসছে। বিরোধীদের কণ্ঠরোধ করতে গিয়ে সাংবিধানিক অধিকার কোণঠাসা করে দেয়া হচ্ছে। সন্ত্রাসের সঙ্গে প্রতিবাদের পার্থক্য মুছে দেয়া হচ্ছে। যা যথেষ্ট উদ্বেগজনক।

প্রসঙ্গত, একাধিক বিরোধী দলের অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনরত বহু ব্যক্তিকে রাষ্ট্রদোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গোটা দেশজুড়ে এমন অবস্থা চলছে। বিনা অপরাধে অনেক বিখ্যাত ব্যক্তিকেও জেলে রাখা হয়েছে। আবার ইউএপিএ নিয়েও বারবার বিতর্ক উঠেছে। এই ধারার প্রয়োগ, সংশ্লিষ্ট ধারার প্রয়োগে পুলিশের অধিকার ইত্যাদি নিয়েও বারবার সরব হতে দেখা গেছে বিরোধী শিবিরকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!