এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলার বুকেই এবার নৃশংস ধর্ষণের শিকার নাবালিকা! ধর্ষকের রাজনৈতিক পরিচয় নিয়ে তীব্র চাপানউতোর

বাংলার বুকেই এবার নৃশংস ধর্ষণের শিকার নাবালিকা! ধর্ষকের রাজনৈতিক পরিচয় নিয়ে তীব্র চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার ধর্ষণের ঘটনা বাংলায়। এবার ঘটনার কেন্দ্রস্থল পূর্ব বর্ধমান জেলার কালনা। গত বুধবার রাতে কালনার সুভাষপল্লি অঞ্চলের এক নাবালিকাকে ফোনে চার্জ দেবার নাম করে ডেকে নিয়ে যায় এক যুবক। পরিত্যক্ত টিনের ঘরে জোর করে নিয়ে গিয়ে, তার ওপর চলে দৈহিক নির্যাতন। তার পরিবার ও তৃণমূল শিবিরের দাবি অভিযুক্ত এই যুবক বিজেপির সক্রিয় কর্মী। কিন্তু বিজেপির দাবি, এই অভিযুক্ত বিজেপি নয় তৃণমূল কর্মী। যা নিয়ে সংঘর্ষে শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি।

স্থানীয় সংবাদ সূত্রের খবর, পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের সুভাষপল্লীতে গত বুধবার রাতে একটি কীর্তনের আসর বসেছিল। সেই আসরের পাশেই নির্যাতিতা নাবালিকার বাড়ি। নাবালিকা সে রাতে কীর্তন দেখতে সেখানে গিয়েছিল। অভিযোগ ওঠে, ওই এলাকারই একজন পরিচিত যুবক সুব্রত হালদার ফোনে চার্জ দেবার নাম করে নাবালিকাকে আসরের বাইরে ডাকে। যুবকের কথায় বিশ্বাস করে নাবালিকা তার সঙ্গে গেলে, তাকে জোর করে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায় সে যুবক। এরপর বন্ধ ঘরে নাবালিকার উপরে চলে দৈহিক নির্যাতন, তথা ধর্ষণ। গত বুধবার রাতেই বাড়ি ফিরে সমস্ত ঘটনার কথা তার পরিবারকে জানায় নির্যাতিতা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে, তার পরিবার শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযুক্ত যুবক সুব্রত হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সংশ্লিষ্ট থানায়। এরপর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দিও নেয়া হয়। শারীরিক পরীক্ষাও করা হলো সে নির্যাতিতার। নির্যাতিতার পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি। এই ঘটনায় অভিযুক্ত সুব্রত হালদার বিজেপির একজন স্থানীয় সক্রিয় কর্মী। কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযুক্ত এই যুবককে তাদের দলের সদস্য বলে মেনে নেয়নি। তাদের দাবি, অভিযুক্ত সুব্রত হালদার বিজেপি নয় তৃণমূলের কর্মী। এরপর রাজনৈতিক সংঘর্ষ শুরু হলো তৃণমূল ও বিজেপি দলের। বুধবার রাতেই এই ঘটনা নিয়ে তীব্র বচসায় জরালো এই দুই দল। ধর্ষণের এই ঘটনা সম্পর্কে রাজ্য তৃণমূল মুখপাত্র দেবু টুডু জানালেন,  ” অভিযুক্ত যুবক বিজেপির কর্মী। ন্যায় বিচার হবেই। অভিযুক্ত শাস্তি পাবেই। ”

সূত্রের খবর, নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করতে চলেছে স্থানীয় বিজেপি ও তৃণমূল নেতৃত্ব উভয়েই। সম্প্রতি হাথ্রাস গণধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির বিরুদ্ধে তীব্রভাবে সরব হয়েছিল। দেশজুড়ে একাধিক বিরোধীদলের নিরন্তর প্রতিবাদে ব্যাকফুটে চলে যায় বিজেপি। এবার বিজেপি সদস্যর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় যথেষ্ট বেকায়দায় পড়তে হবে বিরোধীদল বিজেপিকে। পর্যবেক্ষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের সদস্যের নামে এমনি অমানবিক অভিযোগ উঠে এলে তার ফল ভোগ করতে হবে বিজেপিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!