এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রতিপক্ষ মমতার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ শুভেন্দুর, সরগরম রাজ্য রাজনীতি!

প্রতিপক্ষ মমতার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ শুভেন্দুর, সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দলের অন্যতম সৈনিক ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা থাকার পাশাপাশি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই শুভেন্দুবাবু গত বছরের ডিসেম্বর মাসের 19 তারিখে তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে। বর্তমানে নন্দীগ্রাম বিধানসভায় তিনি বিজেপি প্রার্থী।

যার প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই জমে উঠেছে লড়াই। সকলের নজর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে। আর এই পরিস্থিতিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ তুলে সরব হলেন তার অন্যতম প্রতিপক্ষ তথা এককালের সৈনিক শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বলা বাহুল্য, বহুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল। যেখানে পুলওয়ামা কান্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, পাকিস্তানে বোমা ফেলার প্রমাণ চাই। পাশাপাশি পরবর্তীতে দেশের চারটি রাজধানী হোক বলে দাবি তুলেছিলেন। আর সেই কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “পুলওয়ামায় আমাদের আধাসেনার উপর হামলা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আমাদের সেনারা পাকিস্তানে ঢুকে বোমা মেরে এসেছিল। আর নবান্নে দাঁড়িয়ে মাননীয়া বলেছিলেন, পাকিস্তানে বোমা ফেলার প্রমাণ কোথায়! একজন মুখ্যমন্ত্রী দেশের চারটা রাজধানী চান। আমরা বলি, কাশ্মীর থেকে কন্যাকুমারী এক থাক। আর উনি বলছেন, ভারতকে ভেঙে ফেল। একে সমর্থন করবেন? কোনো ভারতীয় এটা সমর্থন করতে পারেন না।”

বিশ্লেষকরা বলছেন, নন্দীগ্রামের লড়াই রীতিমত দুই পক্ষের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। কে শেষ হাসি হাসবে, তা সময় বলবে। কিন্তু তার আগে এখন জমে উঠেছে লড়াই। শেষ মুহূর্তে নিজের প্রাক্তন নেত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলে প্রচারে ঝড় তোলার চেষ্টা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যার ফলে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও বেকায়দায় পড়ে যাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!