এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রতিশ্রুতি পালনে ১০০ শতাংশ সফল বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – মিলল কেন্দ্রীয় স্বীকৃতি!

প্রতিশ্রুতি পালনে ১০০ শতাংশ সফল বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – মিলল কেন্দ্রীয় স্বীকৃতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফের বাংলার মুকুটে নয়া পালক। এবার আর্থিক স্বচ্ছতায় বাংলাকে শ্রেষ্ঠত্বের তকমা দিল কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। যেখানে জমা এবং খরচের হিসাব দাখিল করার জন্য ক্যাগের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি একাউন্টেন্ট জেনারেল রাহুল কুমার রাজ্যের অর্থসচিবকে এই ব্যাপারে একটি চিঠি দিয়েছেন। যেখানে রাজ্য সরকারের প্রশংসা করা হয়েছে বলে খবর। চিঠিতে ক্যাগের শীর্ষকর্তা জানিয়েছেন, হিসেবে পেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ধারাবাহিক সমন্বয় সাধন সত্যিই প্রশংসনীয়। আমরা আরও খুশি যাবতীয় দপ্তরের হিসেব নিরীক্ষণে অনলাইন ব্যবস্থা চালু হওয়ায়।

তবে রাজ্য সরকারের প্রদেয় ঋন এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার জন্য লগইন ব্যবস্থার সুযোগ যাতে তৈরি করা হয়, তার জন্য আবেদন জানাতে দেখা গেছে তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি আয় এবং ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে আইএমএফএস চালু করা হয়েছে। যেখানে অনলাইন ব্যবস্থার মাধ্যমে সমস্ত দরজা খুলে যাচ্ছে। শুধুমাত্র কম্পিউটারের একটা ক্লিকেই যাবতীয় জমা খরচ দেখতে পাবে ক্যাগ। স্বভাবতই এবার আর্থিক স্বচ্ছতা নিয়ে ক্যাগের পক্ষ থেকে দরাজ সার্টিফিকেট রাজ্যে আসায় বিধানসভা নির্বাচনের আগে রাজ্য অনেকটাই উজ্জীবিত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, রাজ্যের আর্থিক স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলতে দেখা গেছে বিরোধীদের। এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করে ময়দানেও নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু এবার কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে প্রশংসাসূচক বক্তব্য আসায় বিরোধীদের সেই বক্তব্য এক লহমায় খণ্ডন হয়ে গেল বলেও মত একাংশের। ইতিমধ্যেই এই ব্যাপারে ঘনিষ্ঠমহলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ক্যাগের এই স্বীকৃতি রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগকে খণ্ডন করল। রাজ্য সরকারের আর্থিক স্বচ্ছতা যে সংশয়ের অবকাশ রাখে না, তা এই চিঠিতে উঠে এসেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র এবং রাজ্য সরকারের আর্থিক জমা-খরচের সমস্ত অডিট অডিট ক্যাগকে করতে হয়। প্রতিবছর প্রতিটি সরকারকে নিয়ম করে আর্থিক জমা খরচের হিসাব দিতে হয়। আর হিসেবে কোনো গরমিল থাকলেই ক্যাগের পক্ষ থেকে সেই অনিয়ম তুলে ধরা হয়। নানা সময়ে বিরোধীদের পক্ষ থেকে বাংলার সরকারের আর্থিক অনিয়ম নিয়ে সোচ্চার হতে দেখা গেছে। কিন্তু এবার যেভাবে ক্যাগের পক্ষ থেকে এই ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হল, তাতে বিরোধীরা অনেকটাই চাপে পড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজ্য সরকারের প্রশংসা করায় বাংলার সরকার যে সব সময় স্বচ্ছতা বজায় রেখেছে এবং এতদিন মুখ্যমন্ত্রী যে দাবি করতেন, তাতেই সীলমোহর পড়ল বলে মত বিশ্লেষকদের।

পর্যবেক্ষকদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এটা বড় অস্ত্র রাজ্য সরকারের কাছে। তাই বর্তমান পরিস্থিতিতে যেভাবে সেই রাজ্য সরকারের প্রশংসা করে ক্যাগের পক্ষ থেকে আর্থিক স্বচ্ছতার কথা তুলে ধরা হল, তাতে এই বিষয়টি তুলে ধরে বিরোধীদের কটাক্ষ করতে পারে সরকারপক্ষ। যার ফলে এতদিনকার বিরোধীদের যে বক্তব্য ছিল অস্বচ্ছতা নিয়ে, তা ধুলিস্যাৎ হয়ে যাবে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ক্যাগের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিরোধীদের চাপে রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!