এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘প্রতিটি কন্যাশ্রীকে অভিনন্দন’ ! কন্যাশ্রী দিবসে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা !

‘প্রতিটি কন্যাশ্রীকে অভিনন্দন’ ! কন্যাশ্রী দিবসে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আজ ১৪ ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসাবে পালন হয় রাজ্যে , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রীয় প্রকল্প কন্যাশ্রী যেখানে  মেয়েদের ৫০০টাকা করে বৃত্তি দেওয়া হয় এবং এর পাশাপাশি ১৮ বছর পর্যন্ত বিয়ে না হওয়া পড়ুয়া মেয়েদের জন্য রয়েছে এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়ার ব্যবস্থা।ফলে এই প্রকল্পর জন্য দেশেবিদেশেও একাধিকবার ভূয়শী প্রশংসা পেয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গ উল্লেখ্য যে রাজ্যের সবচেয়ে জনপ্রীয় প্রকল্প ‘কন্যাশ্রী’র আজ দশ বছর পূর্তি উপলক্ষ্যে কন্যাশ্রীর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন ‘কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল বাংলার মেয়েদের শক্তি বৃদ্ধি করতে। এই প্রকল্প এখনও সফলভাবে চলছে।এই প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিটি কন্যাশ্রীকে অভিনন্দন। কন্যাশ্রী দিবসে বড় স্বপ্ন দেখার জন্য ও নির্ভীকভাবে সেই স্বপ্ন অনুসরণ করার জন্য অভিনন্দন জানাই।’ 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!