এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রত্যাশা জাগিয়ে নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন পশ্চিমবঙ্গে

প্রত্যাশা জাগিয়ে নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন পশ্চিমবঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবছর নির্ধারিত সময়ের কিছুটা আগেই বর্ষার আগমন ঘটল পশ্চিমবঙ্গে। আজ উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ণ পাঁচটি জেলাতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটেছে। তাই এই জেলাগুলোতে গ্রীষ্মের দাবদাহ দূর হয়ে আরামদায়ক আবহাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় আজ সকাল থেকে কয়েক পশলা বৃষ্টি হয়েছে, আকাশ রয়েছে মেঘলা। তবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে চলছে অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে, জানাচ্ছেন আবহবিদেরা।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হলো, উত্তরবঙ্গে আজ বর্ষার আগমন ঘটলেও দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটতে এখনো অন্তত ৬,৭ দিন সময় লাগবে। আগামী ১১ ই জুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে, আর এর হাত ধরেই বর্ষার আগমন ঘটবে দক্ষিণবঙ্গে। কিছদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিলেও গরম, আদ্রতা জনিত অস্বস্তি যথেষ্ট রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
এখনো অস্বস্তিকর আবহাওয়া রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে কিছুটা স্বস্তি মিলতে পারে। সাধারণত, উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ৭ ই জুন প্রবেশ করে। তবে, এবার একদিন আগেই তা প্রবেশ করেছে, যা আশাব্যঞ্জক ঘটনা। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের কিছুদিন পর সাধারণত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে থাকে। তাই বর্ষার জন্য দক্ষিণবঙ্গবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে, জানাচ্ছেন আবহবিদেরা।

আজ উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এই জেলাগুলিতে প্রখর উত্তাপ কমে গিয়ে আরামদায়ক আবহাওয়ার সৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এখনো পর্যন্ত বর্ষার আগমন ঘটেনি। দ্রুত এই জেলাগুলিতে বর্ষার আগমন ঘটবে বলে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!