এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রত্যাশা মতই প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রত্যাশা মতই প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রবিবার সন্ধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজভবনের সাক্ষাৎ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই তাঁর বিজেপি যোগের জল্পনা বাড়তে থাকে। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাজ্যপাল স্বয়ং এই ঘটনাটিকে সৌজন্য সাক্ষাৎকার বলেই ব্যাখ্যা করেছেন। তবে, এরপরেই আজ সকালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কথা সামনে আসতেই জল্পনা ছড়াতে শুরু করে। শোনা যায় দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হতে পারে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও অধুনা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এমনকি উভয়ে থাকতে পারেন এক মঞ্চে।

এরপরই আজ দুপুরে অরুণ জেটলি স্টেডিয়াম প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। এছাড়াও উপস্থিত ছিলেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না প্রমুখরা। প্রয়াত অরুণ জেটলির মূর্তির উন্মোচন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, আজকের এই অনুষ্ঠানে তিনি আসবেন কিনা? সে বিষয়ে তিনি চিন্তাভাবনা করছিলেন, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে, অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর প্রমুখরা এসেছেন, তখন সেখানে না এসে থাকতে পারলেন না তিনি। তবে, এ সম্পর্কে সৌরভ গঙ্গোপাধ্যায় এখনো কোনো বক্তব্য রাখেন নি। অন্যদিকে, আজ দিল্লির বিমান ধরার সময় যখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, তিনি বা তাঁর পরিবারের কেউ রাজনীতির ময়দানে আসছেন কি? এর উত্তরে তিনি জানিয়েছিলেন যে, রাজ্যপাল কারোর সঙ্গে দেখা করতে চাইলে, তাকে যেতেই হয়।

অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, সমাজে যারা সফল ব্যক্তি, তাঁদের রাজনীতিতে যোগদান করা উচিত। বিজেপি সকলকে নিয়েই লড়াইয়ের জন্য তৈরি। সৌরভ গঙ্গোপাধ্যায় কি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ হবেন? এই প্রশ্নর উত্তরে তিনি জানান যে, আগে তাঁকে বিজেপি দলে যোগদান করতে হবে। কাজের মধ্য দিয়ে তাঁকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!