এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > প্রভাবশালী বিজেপি নেতার ‘গাড়ি’ থেকে মিলল মাদক, গ্রেপ্তার ৪, চূড়ান্ত অস্বস্তিতে গেরুয়া শিবির

প্রভাবশালী বিজেপি নেতার ‘গাড়ি’ থেকে মিলল মাদক, গ্রেপ্তার ৪, চূড়ান্ত অস্বস্তিতে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন পর্যন্ত রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একজোট হয়ে অভিযোগ জানিয়ে এসেছে বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের একের পর এক অভিযোগের ভিত্তিতে রাজ্যের শাসক শিবির ক্রমশই কোণঠাসা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু এবার উল্টো ছবি দেখা গেল রাজ্যে। গুরুতর অভিযোগ উঠেছে প্রভাবশালী বিজেপি নেতার বিরুদ্ধে। রাতের অন্ধকারে বিজেপি নেতার নামাঙ্কিত গাড়ি থেকে উদ্ধার হলো কয়েক লক্ষ টাকার মাদক।

এই ঘটনা সামনে আসার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অন্যদিকে জানা যাচ্ছে, বিজেপি শিবিরেও এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। গভীর রাতে মালদা কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায় চার চাকার একটি জাইলো গাড়ি যাতে ঝাড়খণ্ডের এক বিজেপি নেতার নাম রয়েছে দেখে পুলিশ সেটি আটকায় এবং সেই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় দুই আড়াই কেজির নিষিদ্ধ মাদক বলে জানা গেছে।

গাড়িতে অবশ্য চার সওয়ার তথা দুষ্কৃতি মজুদ ছিলই। পুলিশ সাথে সাথেই তাঁদেরকে গ্রেফতার করে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উক্ত গাড়ি থেকে 2 কেজি 600 গ্রাম আফিম উদ্ধার হয়েছে। যার বাজার দর এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা। এছাড়াও ধৃতদের কাছ থেকে চার হাজার টাকা, মোবাইল এবং পরিচয় পত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের পরিচয় পাওয়া গিয়েছে। প্রত্যেকেই ঝাড়খণ্ডের রাঁচির রাজাডেরা ছাততি ও আনগড়া এলাকার বাসিন্দা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই চার দুষ্কৃতীর নাম হল নাইম আনসারি, ইমতিয়াজ আনসারি, তৌফিক আনসারি এবং প্রদীপ কুমার মাহাতো। এই মুহুর্তে পুলিশ পুরো ব্যাপারটি তদন্ত করতে নেমেছে। অন্যদিকে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দ মন্ডল জানিয়েছেন, রাঁচির দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয়েছে কিন্তু এভাবে কোন বিজেপির মণ্ডল কমিটির কোষাধ্যক্ষের প্লেট গাড়ীতে লাগানোর নিয়ম নেই। পুরো ব্যাপারটি বিজেপিকে কালিমালিপ্ত করার জন্যই করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ময়দানে বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যে নেমে পড়েছে তৃণমূল দল। মালদার তৃণমূলের কার্যকরী সভাপতি বাবলা সরকার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, বিজেপির নেম প্লেট লাগানো গাড়ি থেকে মাদকসহ 4 দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে রাতের অন্ধকারে বিজেপির নেতৃত্ত্বের গাড়ি কি কাজে লাগে! তবে জানা যাচ্ছে, রবিবার রাতের ঘটনায় যথারীতি অস্বস্তিতে রাজ্য গেরুয়া শিবির। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত দলের উচ্চ স্তর থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে পুলিশ পুরো বিষয়টি তদন্তে নেমেছে। তাঁদের প[অক্ষ থেকে ইতিমধ্যে রাঁচিতে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে স্থানীয় বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, রাঁচি পুলিশের পক্ষ থেকে ব্যাপারটি ভুয়ো বলে জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, যে সময় রাজ্য বিজেপি পুরোপুরি মনোযোগ দিয়েছে বাংলার রাজনৈতিক মাটি আরো পোক্ত করার জন্য, সে সময় এ ধরনের ঘটনা সামনে আসলে খুব স্বাভাবিকভাবেই বিজেপির ভিত্তিপ্রস্তরে একটু হলেও ধাক্কা লাগবে। আপাতত পুলিশি তদন্তে কি বেরোবে, সেদিকেই এখন লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!