এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রভাবশালী না হওয়ার জন্য কি বড় স্বস্তি শোভনের? জেনে নিন!

প্রভাবশালী না হওয়ার জন্য কি বড় স্বস্তি শোভনের? জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের ক্ষেত্রে প্রভাবশালী তত্ত্ব খাটলেও, তার ক্ষেত্রে কোনো প্রভাবশালী তত্ত্ব নেই। বর্তমানে তিনি রাজ্যের কোনো মন্ত্রী বা বিধায়ক নন। তাই নারোদা কাণ্ডে জামিন পাওয়া শোভন চট্টোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করতে গিয়ে আদালতে এমনটাই জানালেন তার আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে শোভনবাবুর নামের আগে প্রভাবশালী শব্দ যুক্ত করা অনর্থক বলে জানিয়ে দিলেন তিনি। বস্তুত, গত মে মাসের 17 তারিখে নারদ কান্ডে গ্রেপ্তার করা হয় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। এক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী।

অন্যদিকে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের বিধায়ক। স্বাভাবিক ভাবেই তাদের নামের আগে প্রভাবশালী শব্দ যুক্ত করাটা অত্যন্ত সহজ। কিন্তু শোভন চট্টোপাধ্যায় বর্তমানে রাজ্যের মন্ত্রী বা কোনো জনপ্রতিনিধি নন। এমনকি সরকারি কোনো পদের সঙ্গেও তিনি যুক্ত নন। স্বাভাবিক ভাবেই সিবিআই এই চার ব্যক্তিকে গ্রেপ্তার করার পর থেকেই তারা হেভিওয়েট বলে দাবি জানাতে শুরু করে। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের নামের সঙ্গে প্রভাবশালী শব্দযুক্ত না থাকা সত্ত্বেও, কেন তাকে প্রভাবশালী বলা হবে, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শোভনবাবুর আইনজীবী।

সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বিষয়টি তুলে ধরেন শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায়‌‌। তিনি বলেন, “আমার মক্কেল কোনো প্রভাবশালী ব্যক্তি নন। 2018 সালের পর থেকে তিনি আর কোনো সরকারি পদে নেই। এমনকি বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।” বিশেষজ্ঞরা বলছেন, একসময় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র ছিলেন এই শোভন চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হন তিনি। তবে বিধানসভা নির্বাচনের পর গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন শোভন চট্টোপাধ্যায়। তাই সেভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও, কেন তাকে প্রভাবশালী বড় হবে, সেই প্রশ্ন তুলে ধরে নিজের মক্কেলকে বাঁচানোর চেষ্টা করলেন আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, বর্তমানে পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাদের জেরে দল পরিবর্তন করে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন তিনি। কিন্তু দল পরিবর্তন করা তার পক্ষে সুখকর হয়নি। বর্তমানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গেও সম্পর্ক ঠিক মত ভালো না হওয়ার কারণে আবার তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন শোভন চট্টোপাধ্যায় বলে জল্পনা ছড়িয়েছে।

তবে যে নারদ কান্ডে গ্রেপ্তার হয়েছিলেন শোভনবাবু, সেই নারদ কান্ড নিয়ে সিবিআই বারবার প্রভাবশালীর কথা বলতে শুরু করেছে। তবে এক্ষেত্রে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রদের দলে যে শোভন চট্টোপাধ্যায় পড়েন না, সেই বিষয়টিই বোঝানোর চেষ্টা করলেন তার আইনজীবী।

অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে কোনো দল বা কোনো সরকারি পদের সঙ্গে যুক্ত নন শোভনবাবু। তাই তাকে প্রভাবশালী বলা যায় না বলে সিবিআইয়ের প্রভাবশালী তকমা যাতে শোভনবাবুর নামের পাশে বসানো না হয়, সেই বিষয়টিই আদালতে তুলে ধরে কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়রকে বাঁচানোর চেষ্টা করলেন তার আইনজীবী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!