এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রয়াত বিধায়কের চূড়ান্ত অসম্মান! বইমেলা ঘিরে ব্যাপক চাপে তৃণমূল!

প্রয়াত বিধায়কের চূড়ান্ত অসম্মান! বইমেলা ঘিরে ব্যাপক চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু তার উদ্যোগে প্রতিবছর খড়দহ বইমেলায় তৃণমূলের যে জাগো বাংলা স্টল ছিল, তিনি না থাকার জন্য এবার সেই স্টল হয়নি। যার কারণে খড়দহের প্রয়াত প্রাক্তন বিধায়ক কাজল সিনহার স্মৃতিকে অসম্মান করা হচ্ছে বলে সরব হলেন তার স্ত্রী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রয়াত বিধায়কের স্ত্রীর বক্তব্যে যে সরাসরি অস্বস্তি বাড়লো তৃণমূল শীর্ষ নেতৃত্বের, তা বলার অপেক্ষা রাখে না।

 

প্রসঙ্গত, 2021 এর বিধানসভা নির্বাচনে খড়দহে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন কাজল সিনহা। কিন্তু ভোটের ফল প্রকাশের আগেই তার মৃত্যু হয়। পরবর্তীতে কিছুদিন আগে সেখানে উপনির্বাচন হয়। যেখানে জয়লাভ করেন রাজ্যের বর্তমান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রতি বছর বইমেলায় কাজল সিনহার উদ্যোগে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার স্টল বসত। কিন্তু এবার কাজল সিনহা না থাকার জন্য সেই স্টল বসানোর উদ্যোগ নেওয়া হয়নি। যার জন্য সরব হয়েছেন প্রয়াত বিধায়কের স্ত্রী।

 

এদিন তিনি বলেন, “কাজল সিনহা নেই। তাই তাকে আর প্রয়োজন নেই। একটা জাগো বাংলা স্টল তো করা যেত। এটা তো দিদির স্টল, দলের স্টল। কাজল সিনহা প্রতি বার করত। কিন্তু এবার আর হলো না।” একাংশ বলছেন, প্রয়াত বিধায়কের স্ত্রী এই কথা বলে কার্যত দলের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন। যার জেরে যথেষ্ট চাপে পড়ে গেল স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!