এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রয়াত মন্টুরাম পাখিরা? জীবিত মন্ত্রীকে মৃত বানিয়ে দিল রাজ্য সরকার! জেনে নিন বিস্তারিত!

প্রয়াত মন্টুরাম পাখিরা? জীবিত মন্ত্রীকে মৃত বানিয়ে দিল রাজ্য সরকার! জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হঠাৎ করেই রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য সংস্কৃতি দপ্তর রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরাকে প্রয়াত বানিয়ে দিয়ে শোক বার্তা জ্ঞাপন করে দেয়। আর সুস্থ স্বাভাবিক একজন মানুষ তথা হেভিওয়েট জনপ্রতিনিধি কিভাবে প্রয়াত হলেন, তা নিয়ে নানা মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায়, বেশ সুস্থ-স্বাভাবিক রয়েছেন রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরা। কিন্তু হয়ত বা হঠাৎ করেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাও আবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কেন এরকম ভুল হল! জানা গেছে, বুধবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে।

যেখানে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, প্রয়াত রাজ্যের মন্ত্রী মন্টুরাম পাখিরার পরিবারের প্রতি শোকজ্ঞাপনের কথা। তার পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। আর এরপরই সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন মন্টুরাম পাখিরাকে মৃত বানিয়ে দেওয়া হল! তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

অনেকেরই প্রশ্ন, রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রীর মৃত্যু নিয়ে কিভাবে এমন মিথ্যে খবর ছড়িয়ে পড়তে পারে? একজন মন্ত্রী প্রয়াত হলেন, সেই খবর পেলেন রাজ্য সরকারের কর্তাব্যক্তিরা, অথচ তার বিন্দুমাত্র খোঁজ খবর না নিয়ে এইরকম বিজ্ঞপ্তি জারি করা আদৌ কি উচিত? এটা কি দায়িত্ব জ্ঞানহীনতার মধ্যে পড়ে না? খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে এই ধরনের কাজ সত্যিই কাম্য নয় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

জানা গেছে, রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আর এর পরেই তাকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে করোনা পরীক্ষা করার পর তার রিপোর্ট পজেটিভ আসে। আর এরপরই তাকে বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর। কিন্তু এর মাঝে বুধবার বিকেলের দিকে সোশ্যাল মিডিয়ায় সেই হেভিওয়েট মন্ত্রী রয়েছেন বলে যেভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হল, তা দেখে অনেকেরই চক্ষুচড়কগাছ হয়ে যায়।

পরবর্তীতে অবশ্য সেই বিজ্ঞপ্তি তুলে নেয় রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর। কিন্তু এখানেই প্রশ্ন, রাজ্য সরকারের এত গুরুত্বপূর্ণ দফতরের পক্ষ থেকে কেন এই রকম ভুল হল? যেখানে মন্ত্রীদের জীবন এক মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সব মিলিয়ে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মন্টুরাম পাখিরার প্রয়াত হওয়ার ঘটনা ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!