এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রয়াত প্রাক্তন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী! গভীর শোকের ছায়া রাজনৈতিক মহল জুড়ে!

প্রয়াত প্রাক্তন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী! গভীর শোকের ছায়া রাজনৈতিক মহল জুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি করোনার সংক্রমণ বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।সাধারণ মানুষ তো বটেই, সমাজের বেশকিছু মান্যি-গন্যিরাও করোনার হাত থেকে নিজেদের প্রাণ রক্ষা করতে সমর্থ হননি। আজ করোনায় মৃত্যু হলো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং করোনা সংক্রমণ নিয়ে গত এক সপ্তাহ ধরেই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন। গত শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটতে শুরু করে। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় সেদিনই রাত ১১ টা ৫৬ মিনিটে তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছিল। এরপর আজ রবিবার সকালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করলেন।

প্রসঙ্গত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১ সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর রাজনৈতিক জীবনের সূত্রপাত হয়েছিল বিহারের সীতামারি জেলার সংযুক্ত সোস্যালিস্ট পার্টির সচিব হিসেবে। প্রথম বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ১৯৭৭ সালে। এরপর থেকে তিনি মন্ত্রী, ডেপুটি স্পিকারের দায়িত্বও নিয়েছিলেন। ১৯৯৬ সালে থেকে তিনি সাংসদ হলেন বৈশালী থেকে। ১৯৯৬ সাল থেকে শুরু করে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)। সেই সঙ্গে তিনি ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের অত্যন্ত কাছের মানুষ।

দেশের বৃহত্তম জনকল্যাণমূলক কর্মসূচি ‘মগরেগা’ বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুবাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এর স্থপতি তিনিই। সোনিয়া গান্ধীর নেতৃত্বে জাতীয় উপদেষ্টা কাউন্সিল এই প্রকল্পের প্রথম খসড়া তৈরি করে। সেসময় কংগ্রেসের বেশকিছু গুরুত্বপূর্ণ নেতা এই প্রকল্পের সাফল্য নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন। এসময়ে একদিন বিকেলে সংসদের সেন্ট্রাল হল হয়ে হেটে যাচ্ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেসসময়েই সোনিয়া গান্ধীর কাছে এই প্রকল্পের কাঠামো তৈরিতে অধিক বিলম্বের বিষয়ে কথা বলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের এই কথোপকথনের পরেই কাজ তরানিত্ব হয় এই প্রকল্পের।এরপর গত ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের মাধ্যমে প্রথম নিশ্চিত চাকরির ব্যবস্থা করা হয় দেশের মোট ২০০ টি জেলাতে। সম্প্রতি দেশের করোনা সংক্রমনের ফলে বহু পরিযায়ী শ্রমিক নিজেদের জীবিকা হারিয়ে ঘরে বাড়ি এসেছেন। বাড়ি ফেরার পর তাদের জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ পথ হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্পটি।

প্রসঙ্গত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের একসময়ের খুব বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী ছিলেন। তবে, গত বৃহস্পতিবার লালুপ্রসাদ যাদবের আরজেডি থেকে তিনি পদত্যাগ করেছিলেন। বিহারের বিধানসভা ভোটের প্রাক্কালে দলের সঙ্গে তাঁর হটাৎ সম্পর্ক ত্যাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকেই সন্ধিহান হয়ে পড়েছিলেন। তাঁর মাত্র দুদিনের মধ্যেই তিনি দেহত্যাগ করলেন।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং এর মৃত্যুর সংবাদে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব টুইটারে টুইট করে জানালেন, “ প্রিয় রঘুবংশবাবু, এ কী করলেন আপনি! পরশুদিনই আমি আপনাকে বলেছিলাম, আপনি কোথাও যাচ্ছেন না। কিন্তু আপনি অনেক দূরে চলে গেলেন। আপনাকে ভীষণ মিস করব। ” আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং এর কথা বারবার স্মরণ করলেন। আজ বিহারের তিনটি প্রকল্প উদ্বোধনের সময় একাধিকবার তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথা উল্লেখ করেছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!