এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রয়াত প্রভাবশালী তৃণমূল নেতা! রঙ না দেখে জনসেবা করা নেতার প্রয়ানে শোকস্তব্ধ রাজনৈতিক মহল

প্রয়াত প্রভাবশালী তৃণমূল নেতা! রঙ না দেখে জনসেবা করা নেতার প্রয়ানে শোকস্তব্ধ রাজনৈতিক মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে শাসক-বিরোধী তরজা থাকবে। একে অপরকে আক্রমণ করা থাকবে। কিন্তু যারা প্রকৃত জননেতা, তারা যদি ইহলোক থেকে পরলোকে চলে যান, তাহলে তাদের প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা রাজনৈতিক মহল। ভারতবর্ষের বুকে এরকম প্রতিষ্ঠিত অনেক রাজনীতিবিদের প্রয়াণে দলমত নির্বিশেষে সকলকে এক হতে দেখা গেছে। সকলেই একবাক্যে অনেক বিশিষ্টজনেদের চলে যাওয়াকে মেনে নিতে পারেননি। সূত্রের খবর, বুধবার সকালে কলকাতার নার্সিংহোমে প্রয়াত হন বাদুড়িয়ার পৌরপ্রধান তথা তৃণমূল নেতা তুষার সিংহ। জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 48 বছর। আর বিপদে আপদে দলমত নির্বিশেষে এই মানুষটি সকলের পাশে দাঁড়ালেও এবার তার চলে যাওয়াকে প্রত্যেকেই মেনে নিতে পারছেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে বাদুড়িয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং অন্যদিকে বাদুড়িয়া পৌরসভার পৌরপ্রধানের পদ সামলে মানুষের কাছে সব সময় পৌঁছে গেছেন তুষারবাবু। অনেকেই বলেন, তার মুখ থেকে কখনও কেউ না শোনেননি। মানুষের অসুবিধের সময়ে তুষার সিংহ ছুটে আসবেন, এটা অনেকটা বেদবাক্যের মত। হয়ত বা একথা অনেকটা সত্যি। আর তাইতো তার মৃত্যুর পরেই বিরোধী দল বাম থেকে শুরু করে কংগ্রেস-বিজেপি প্রায় প্রত্যেকেই শোকস্তব্ধ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম দিলু বলেন, ” রাজনীতির পরিচয় না দেখেই তুষারবাবু মানুষের পাশে দাঁড়াতেন। বাদুড়িয়ার মানুষ ওনাকে মনে রাখবে। ”  অন্যদিকে এই ব্যাপারে বাদুড়িয়া পৌরসভার সিপিএম কাউনসিলর সুব্রত বিশ্বাস বলেন, “দীর্ঘদিন মুখোমুখি বসে উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে সব সময় নিজের দাদার মত শ্রদ্ধা করতেন।” অন্যদিকে এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন বিজেপি নেতা বিশ্বজিৎ পাল‌। তিনি বলেন, “রাজনৈতিক ভেদাভেদ থাকলেও তুষারবাবু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। নেতা তখনই প্রকৃত জননেতা হয়ে উঠবেন, যখন তার শেষ যাত্রায় প্রত্যেকে এক বাক্যে বলে উঠবেন, তিনি মানুষের প্রতিনিধি ছিলেন। হয়ত বা তুষার সিংহের সাথে সেটাই হল‌। তার এই মৃত্যু সত্যিই কাঙ্ক্ষিত নয়। কিন্তু অল্প বয়সে তিনি চলে গেলেও তার শেষযাত্রায় যেভাবে সকলকে মিলিয়ে দিয়ে একবাক্যে নিজেকে ভালো করার দৃষ্টান্ত রেখে গেলেন তুষারবাবু, তা সত্যিই প্রত্যেকে মনে রাখবে। তবে তুষারবাবুর মত জনদরদী মানুষের এই চলে যাওয়াতে এখনো শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!