এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রত্যাবর্তনের পথে অর্জুন ? তৃণমূল হেভিওয়েট সাংসদের তাৎপর্যপূর্ণ মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে !

প্রত্যাবর্তনের পথে অর্জুন ? তৃণমূল হেভিওয়েট সাংসদের তাৎপর্যপূর্ণ মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি পাট শিল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  দ্বারস্থ হওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়েছে ব্যারাকপুরের হেভিওয়েট বিজেপি সাংসদ অর্জুন সিং কে নিয়ে। প্রসঙ্গ উল্লেখ্য যে পাট শিল্পকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি সাংসদ । আর এই ঘটনা কে কেন্দ্র করেই রাজ্য রাজনীতি অন্দর মহলে সাংসদ অর্জুন সিং কে নিয়ে নানান জল্পনা একে বারে চরম পর্যায়ে  । একাংশের দাবি করছে হঠাৎই কেন পাট শিল্প নিয়ে এতটা সরব হয়ে উঠেছেন অর্জুন সিং ? তাহলে এর মধ্যে কি অন্য কোন রাস্তা খুঁজছেন বিজেপি সাংসদ ! যেখানে রাজ্যে শিল্প নিয়ে কিছুদিন আগেই বিশ্ববাণিজ্য সম্মেলন করেছে শাসকদলের সরকার  আর এর মধ্যেই পাট শিল্প নিয়ে উঠে পড়ে লেগেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ।

যার ফলে অনেকে আবার প্রশ্ন করছেন তৃণমূলে যাওয়ার জন্যই কি এখন রাস্তা প্রশস্ত করে চলেছেন কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপি নেতা অর্জুন সিং । যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী নেতা বিজেপির অর্জুন সিং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বারস্থ হয়েছেন পাটশিল্প কে বাচাতে , জন্য যার জন্য অনেকে আবার শিবিরের বদলের জল্পনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল  । যেহেতু গতকাল কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পর সাংসদ জানান  ‘রাজনীতিতে ললিপপ হাতে নিয়ে আসিনি। পাটশিল্পের সমস্যা সমাধান না হলে পথে নেমে আন্দোলন করব।’

প্রসঙ্গ উল্লেখ্য যে অর্জুন সিং জানিয়েছেন, ‘যে কোনো রাজনৈতিক কর্মী চাইবে সব সময় তাঁর এলাকার সমস্যার কথা তুলে ধরতে। আমিও তাই করেছি। ২০১২ সাল থেকে আমার এলাকায় পাট শিল্পের সঙ্গে জড়িত মানুষেরা সমস্যায় ভুগছেন।’ আর এর মধেই এদিন অর্জুন সিং কে নিয়ে তাত্‍পর্যপূর্ণ বক্তব্য রাখতে দেখা গেল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এ দিন তিনি জানান  ”অর্জুন সিং কোন দলে যাবে? কি যাবে না? তাতে তৃণমূল কংগ্রেসের কিছুই আসে-যায় না। অর্জুন অর্জুনের মত কথা বলছে। আমরা আমাদের মতো কাজ করছি। অর্জুন সিং যদি পাট শিল্পের উন্নয়ন করতে পারে, তাহলে তো ভালোই। খারাপ কি? তবে ও আসবে, কি আসবে না? সেটা আমি কি করে বলব? আমি তো কোন গণত্‍কার নই। দল ঠিক করবে, এই বিষয়ে কী করবে ? ” সব মিলিয়ে বিভিন্ন জল্পনার মাঝে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর  সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!