এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিএসির চেয়ারম্যান কি কৃষ্ণ কল্যানী ! জবাবে কি বললেন শুভেন্দু !

পিএসির চেয়ারম্যান কি কৃষ্ণ কল্যানী ! জবাবে কি বললেন শুভেন্দু !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মুকুল রায় পিএসির চেয়ারম্যান হিসেবে ইস্তফা দেওয়ার পরেই নতুন চেয়ারম্যান কে হবে, তা নিয়ে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকে বলছেন, এবার অন্তত বিজেপির তরফ থেকে কাউকে চেয়ারম্যান করা হোক। কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যেই এই কমিটির সদস্য হিসেবে বিজেপি থেকে তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে যুক্ত করা হয়েছে। যার ফলে তিনিই পরবর্তী চেয়ারম্যান হতে পারে বলে মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমি এই ব্যাপারে এখনও অফিশিয়ালি কোনো চিঠি পাইনি। তাই আমি এখনই এই ব্যাপারে কিছু বলব না। তবে যাকে নিয়ে এই কথা বলছেন, তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী মামলায় শুনানি চলছে। বিভিন্ন সময় কথা হয়, আমরা নাকি কথায় কথায় কোর্টে যাই। তাই এইরকম যদি কিছু হয়, তাহলে আবার আমরা কোর্টেই যাব।” অর্থাৎ কৃষ্ণ কল্যানীকে পিএসি কমিটির চেয়ারম্যান করা হলে তারা যে আবার আইনি পথে হাঁটবেন, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!