এখন পড়ছেন
হোম > অন্যান্য > নয়া বছরের শুরুতেই হাসি ফুটতে চলেছে প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীর মুখে। সৌজন্যে পাবলিক সার্ভিস কমিশন

নয়া বছরের শুরুতেই হাসি ফুটতে চলেছে প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীর মুখে। সৌজন্যে পাবলিক সার্ভিস কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকারি দপ্তরে কর্মী নিয়োগের লক্ষ্যে দৃষ্টান্ত স্থাপন করার নজির রাখল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। জানা গেছে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের ক্ষেত্রে একাধিক ইন্টারভিউ বোর্ড গঠন করে ডিসেম্বরের মধ্যেই সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা।

চলতি মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেও জানান হয়েছে। তাই নতুন বছরেই প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীর মুখে হাসি ফুটতে চলেছে বলেও মনে করা হচ্ছে। বস্তুত, লকডাউন পর্বে দীর্ঘ ছ’মাসের বেশি সময় সরকারি চাকরির লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ স্থগিত ছিল।

তাই পিএসসির আগে নেওয়া লিখিত পরীক্ষার পরবর্তী একাধিক ইন্টারভিউ আটকে ছিল। যার মধ্যে ছিল খাদ্য ও দমকল দপ্তরের নিয়োগ প্রক্রিয়া। তাই আর দেরি না করে দুই দপ্তর মিলিয়ে প্রায় আড়াই হাজার সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে কমিশন এক ডজন ইন্টারভিউ বোর্ড গঠন করেছে বলেই জানান হয়েছে।

আর এই ঘটনা এই সংস্থার ইতিহাসে প্রথম বলেই মনে করা হচ্ছে। বস্তুত, কমিশনের নিয়ম অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান এবং চারজন সদস্য মিলিয়ে সর্বাধিক পাঁচটি ইন্টারভিউ বোর্ড একসঙ্গে মৌখিক মূল্যায়ন করতে পারে। তবে আইনে উপরন্তু উল্লেখ করা রয়েছে যে, চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে মনোনীত অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএসদের নিয়ে বাড়তি বোর্ড গঠন করা যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে নবান্নের অনুমোদন হিসেবে পিএসসি কমিশন আরও সাতজন অবসরপ্রাপ্ত আমলাকে নিয়োগ করে অতিরিক্ত সাতটি বোর্ড তৈরি করেছে বলে জানা গেছে। গত ১ ডিসেম্বর থেকে এই ১২টি বোর্ড ফুড ও ফায়ারের ইন্টারভিউ শুরু করেছে। যা কিনা চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই নিয়োগের যাবতীয় প্রক্রিয়া শেষ করার লক্ষ্য পূরণে কার্যকরী হবে বলেই মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, প্রয়োজনে আগামী দিনে অন্যান্য দপ্তরের মূল্যায়নেও এই ব্যবস্থা চালু হতে পারে বলেও কমিশনের তরফে জানা গিয়েছে। সেখানে নতুন সাতটি বোর্ডের সদস্যদের মধ্যে সুমিত হালদার, স্বরূপ পাল, রুনু ঘোষ, কুন্দনলাল টামটা, নিত্যসুন্দর ত্রিবেদি, দেবব্রত চট্টোরাজ, নবগোপাল হীরা রয়েছেন বলে জানা যায়। এরা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত আইএএস বা আইপিএস অফিসার।

সরকারি সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এই প্রাক্তন আমলাদের স্রেফ ফুড ও ফায়ায়ের ইন্টারভিউয়ের জন্য অস্থায়ীভাবে কমিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে যে ক’দিন তাঁরা ইন্টারভিউ নেবেন, ঠিক ততদিন তাঁদের এই সহযোগিতার জন্য বিশেষ সাম্মানিক দেওয়া হবে। সেইসঙ্গে পরবর্তী সময়ে অন্য পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য তাঁদের যুক্ত করার সুযোগ থাকছে বলেও জানান হয়েছে।

তবে পিএসসির প্রাক্তন কোনও চেয়ারম্যান বা সদস্যকে নিয়ে এই অতিরিক্ত বোর্ড গঠনের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেই মনে করছেন কর্তারা। এ প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, করোনার জেরে একাধিক ইন্টারভিউ আটকে ছিল। তা দ্রুত শেষ করে সফল প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে তুলে দিতে অতিরিক্ত এই সাতটি বোর্ড গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!