এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপল চুরিতে এফআইআরের পরেই দিল্লিতে তলব শুভেন্দুকে, বাড়ছে জল্পনা!

ত্রিপল চুরিতে এফআইআরের পরেই দিল্লিতে তলব শুভেন্দুকে, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে এসে তিনি যে অনেক বড় কিছু করে দিতে পারেন, তা বারে বারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের সঙ্গে হাতে হাত মিলিয়ে বিভিন্ন জেলায় তৃণমূলকে বউনি করতে দেবেন না বলেও বিভিন্ন সভা থেকে জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের জুটির ওপর ভরসা রেখেছিলো কেন্দ্রীয় বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত সাফল্য পায়নি গেরুয়া শিবির।

200 আসন দখল করার কথা বলে 77 টি আসন দখল করেই থামাতে হয়েছে নিজেদের বিজয়রথ। পাশাপাশি তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ যেমন সামনে আসছে ঠিক তেমনই ক্রমাগত জেলায় জেলায় বিজেপির ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ।

এমনকি ত্রাণের ত্রিপল চুরি করার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করেছে শাসকদল। স্বাভাবিক ভাবেই এই অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিল্লিতে তলব করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, সোমবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করা হয়। আর সেই মত করেই আজ মঙ্গলবার দিল্লি যাবেন তিনি। যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। কিন্তু বিজেপির হাইপ্রোফাইল কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কেন শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে ডাকা হল?

একাংশ বলছেন রাজ্যে দলকে পরিচালনা করতে এখন দিলীপ ঘোষের থেকেও বেশি গুরুত্ব পেতে শুরু করেছেন শুভেন্দুবাবু। কেননা তিনি রাজ্যের বিরোধী দলনেতা। সেদিক থেকে বিধানসভার ভেতরে এবং বাইরে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে বিজেপির তুরুপের তাস নন্দীগ্রামের বিধায়ক। ইতিমধ্যেই বিজেপিতে ভাঙ্গন ধরার আশঙ্কা করা হচ্ছে। অনেক নেতা-নেত্রী বেসুরো গাইতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তারা দল পরিবর্তন করতে পারেন বলে খবর। এমনকি বিজেপির বিধায়ক দল পরিবর্তন করতে পারেন বলে জল্পনা জড়িয়েছে। সেদিক থেকে এই সমস্ত বিষয় নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে ডেকে তার মতামত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

একাংশ বলছেন, দিলীপ ঘোষকে টপকে ধীরে ধীরে রাজ্য বিজেপিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ক্ষমতা দখল বিজেপি করতে না পারলেও, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নজর কেড়েছেন অধিকারী পরিবারের মেজো ছেলে। আর তারপরই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা করা হয়েছে তাকে। তাই সেই শুভেন্দু অধিকারীকে তড়িঘড়ি দিল্লিতে তলব করে রাজ্য বিজেপির সাংগঠনিক পরিস্থিতি জেনে নিতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

তবে দিলীপ ঘোষ এখনও পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতি। সেদিক থেকে তাকে না ডেকে শুধুমাত্র একতরফা কেন শুভেন্দু অধিকারীকে ডাকা হল, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করে কি বার্তা দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!