এখন পড়ছেন
হোম > রাজ্য > পুজোর রেশ কাটতে না কাটতেই আবারও “খুশির খবর” রাজ্য সরকারি কর্মীদের জন্য

পুজোর রেশ কাটতে না কাটতেই আবারও “খুশির খবর” রাজ্য সরকারি কর্মীদের জন্য

পুজো শুরু হতে না হতেই যেন ছুটির ঘন্টা বেজে গেছে রাজ্যে। শারদোৎসবে অর্থ্যাৎ অক্টোবর মাসে একটানা 16 দিন ছুটি পাওয়ার আশায় এমনিতেই খুশিতে ডগমগ রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার নভেম্বরেও একেবারে টানা 9 দিন ছুটি পেতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই আগামী নভেম্বর মাসের ছয় তারিখ থেকে নয় তারিখ অবধি কালীপুজা এবং ভাইফোঁটা উপলক্ষে ছুটি থাকবে সরকারি অফিসে। তবে নয় তারিখ শুক্রবার পড়ায় পরের শনি এবং রবিবারও ছুটি থাকছে অফিসগুলিতে।

ফলে যদি এই ভাইফোটা এবং কালীপুজার ছুটির একদিন আগে অর্থ্যাৎ 5 নভেম্বর সোমবার থেকে ছুটি নিলে আগের শনি ও রবি ধরে টানা নদিনের ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে 12 তারিখ ফের ছট পুজোর ছুটি রয়েছে। জানা গেছে, কালীপুজা এবং ভাইফোটার জন্য এনআই অ্যাক্টে এই ছুটি দেওয়া হয়েছে। এই এনআই অ্যাক্টের ছুটি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যাঙ্কগুলিও দিয়ে থাকে। কেন্দ্রের পক্ষ থেকে এনআই অ্যাক্টে অনেক কম ছুটি দেওয়া হয়। কিন্তো রাজ্যের নির্দেশিকা মোতাবেক সপ্তমী থেকে দশমী ( 16-19 অক্টোবর), লক্ষীপুজো (24 অক্টোবর) এবং কালীপুজো ( 6 নভেম্বর) এই এনআই অ্যাক্টে ছুটি দেওয়া হয়েছে। কিন্তো প্রশাসনিক নির্দেশের জেরে দুর্গাষষ্টীর দিন ছাড়াও 22 এবং 23 অক্টোবর অতিরিক্ত ছুটি দেওয়ার পাশাপাশি লক্ষীপুজোয় একদিন, কালীপুজোয় দুদিন, ভাইফোঁটায় একদিন এবং ছটপুজোয় একদিন ছুটির ব্যাবস্থা করা হয়েছে।

একদিকে এই শারদোৎসব শুরু হওয়ার পর তাহলে সব ছুটি মিলিয়ে এবং দুদফায় দুদিন করে ছুটি নিলেই একদফায় 16 এবং অপরদফায় 9 দিন ছুটি পেতে পারেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এদিকে টানা ছুটি পেতে মাঝে 26 অক্টোবর অনেক কর্মীরাই ইএল নেবেন। তাই সেইদিন অর্থ্যাৎ শুক্রবারও ছুটি দেওয়া যায় কি না তা নিয়ে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন সরকারি কর্মীরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা করছে রাজ্য অর্থদপ্তর। অন্যদিকে রাজ্যে তৃনমূল সরকার ক্ষমতায় আসার পর ছুটির সংখ্যা বেড়েই চলেছে বলে এদিন বিরোধীদের পক্ষ থেকে সরকারের উদ্দেশ্যে তোপও দাগা হয়। যার বিরোধীতা করে তৃনমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ব্রিটীশ আমলে সপ্তমী থেকে শুরো ছুটি শেষ হত কালীপুজোর পর। উৎসবের মরশুমে অফিস খুললে কাজের পরিস্থিতি থাকে না।” সব মিলিয়ে দুই দফায় দুদিন করে ছুটি নিলে টানা 26 দিন ছুটি কিভাবে নেওয়া যায় এখন সেই চেষ্টাই চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!