এখন পড়ছেন
হোম > জাতীয় > পুজোতেও আমরা-ওরা! প্রশাসনকে কাজে লাগিয়ে উদ্বোধনে গেরুয়া নেতাদের ব্রাত্য রাখার অভিযোগ

পুজোতেও আমরা-ওরা! প্রশাসনকে কাজে লাগিয়ে উদ্বোধনে গেরুয়া নেতাদের ব্রাত্য রাখার অভিযোগ

শারদোৎসবে শান্তি বজায় রাখতে যখন সর্বধর্ম এবং মতকে নিয়ে একসাথে চলার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই তারই সরকারের বিরুদ্ধে সেই পুজোতেই ফের উঠল আমরা-ওরার বিভাজন। জানা গেছে,রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেসের দাপুটে নেতা মন্ত্রীদের জেরে এবার বিভিন্ন পুজো উদ্বোধনে দলের কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের কোলকাতায় আনতে চাইছেন না গেরুয়া শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খিদিরপুরের এক পুজো উদ্বোধন করে আসার পরের দিনই ওই ক্লাবের এক সম্পাদককে ভুয়ো কেস দিয়ে জেলে ভরে দেওয়ায় অভিযোগে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি নেতৃত্ব। এমনকী বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সহ বেশকজন কেন্দ্রীয় মন্ত্রী গতবছর কোলকাতার বেশ কয়েকটি ক্লাবের পুজো উদ্বোধন করলে তার পরদিনই সেই ক্লাব কতৃপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। আর তাই অতীতের থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনো রিস্ক নিতে চাইছে না বঙ্গের বিজেপি নেতারা।

সূত্রের খবর, এবার কোলকাতার পুজো উদ্বোধনে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজ্যবর্ধন সিং রাঠোর সহ একাধিক বিজেপি হেভিওয়েট নেতা মন্ত্রীদের আসার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। শুধু কেন্দ্রীয় নেতা নয়, শহরের কসবা এলাকায় বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়ের একটি পুজো উদ্বোধনের কথা থাকলেও শাসকদলের নেতাদের গেরুয়া শিবিরের প্রতি নো এন্ট্রি ফতোয়া জারি করায় তাও বাতিল করেছে বিজেপি। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী বলছেন উৎসব সকলের , সেখানে কেন ব্রাত্য রাখা হচ্ছে বিজেপি নেতাদের? তাহলে কি এখানেও রাজনীতির শিকার তাঁরা?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে বিজেপির জয় বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে জেলাগুলিতে এই ট্রেন্ড দেখতাম। এখন কোলকাতাতেও তৃনমূলের এই ঘৃন্য মানসিকতা দেখছি। এই ভাবে বিজেপিকে কিছুতেই আটকানো যাবে না।” পাশাপাশি শাসকদলের রোষে পড়ে ভয় পেয়ে এই পুজো কমিটিগুলি আমাদের কাছে উদ্বোধনের অনুরোধ জানায়নি বলে জানান বিজেপির স্পোর্টস এবং ক্লাব রিলেশন সেলের পর্যবেক্ষক তুষারকান্তি ঘোষ। এদিকে পুজোয় এই আমরা-ওরার বিভাজন প্রসঙ্গে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “এভাবে বিজেপিকে ওরা যতই আটকাতে চাক না কেন আগামী লোকসভা ভোটে ঘাসফুলকে ম্লান করে দেবে পদ্মফুল। সব মিলিয়ে এবার শারদোৎসবে পুজো উদ্বোধন নিয়েও শাসকের বিরুদ্ধে বিভাজনের রাজনীতিতে সরব বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!