এখন পড়ছেন
হোম > অন্যান্য > পুজো মিটতেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ, অবস্থা সামাল দিতে জরুরি বৈঠক নবান্নের

পুজো মিটতেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ, অবস্থা সামাল দিতে জরুরি বৈঠক নবান্নের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সমস্ত রকম স্বাস্থ্যবিধি তথা সাবধানতা ভুলে গিয়ে পুজোর সময় মণ্ডপে মণ্ডপে দেখা গিয়েছিল জনজোয়ার। সামাজিক দূরত্ব বিধি উপেক্ষা করে এমনকি মাস্ক না পড়েও রাস্তায় বেরিয়েছিলেন বহু মানুষ। অভিভাবকদের সঙ্গে শিশুদেরও দেখা গিয়েছিল ভিড়ের মধ্যে। পুজো মিটে যাবার পর থেকেই সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্যে। একেবারে লাগামছাড়া ভাবে বাড়তে শুরু করেছে সংক্রমণ। যা থেকে অনেকেই আশঙ্কা করেছেন যে, রাজ্যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আর বেশি দেরি নেই। এই পরিস্থিতিতে আজ এক জরুরি বৈঠক ডেকেছে নবান্ন।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে দেখা যাচ্ছে যে, রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৬৯০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা হল ১৯৪, আর এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। বিভিন্ন জেলায় স্বাস্থ্য কেন্দ্রতে করোনা পরীক্ষা করাতে আসছেন বহু মানুষ। আগে যেখানে দিনে ২০০ জনের মতো লোক আসতেন, এখন সেখানে দিনে ৫০০ জন করে আসছেন rt-pcr টেস্ট করাতে। অবস্থা যে বেগতিক, তা মানছেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেশ কিছু মানুষের মধ্যেই দেখা যাচ্ছে মৃদু সংক্রমণের লক্ষণ। কেউ জ্বর নিয়ে, কেউ সর্দি-কাশি নিয়ে পরীক্ষা করাতে আসছেন। কদিনের মধ্যেই সংক্রমণ যে ব্যাপক হারে বেড়েছে, এটা নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু পুজোর সময় সংক্রমণ ঠিক কতটা বেড়েছে? তা এখনো সঠিকভাবে জানা যাচ্ছে না। এর সঙ্গে সঙ্গেই চিন্তা বাড়াচ্ছে উপসর্গহীন রোগীদের সংখ্যা। উপসর্গহীন রোগীদের সংখ্যা আরও বাড়ল কিনা? তা নিয়ে চিন্তিত স্বাস্থ্যমন্ত্রক। এদিকে করোনা সংক্রমনের হার বৃদ্ধিতে গোয়া ও পন্ডিচেরির পরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান।

এই পরিস্থিতিতে করোনা সংক্রমনের বিপদ থেকে রাজ্যকে রক্ষা করতে এক বিশেষ বৈঠক ডেকেছে নবান্ন। আজ সন্ধে ছটার সময় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বৈঠকে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। জেলার করোনা পরিস্থিতি কেমন? হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা এই কদিনে কতটা বেড়েছে? জেলার করোনা সংক্রমনের হার কি? কি পরিমান করোনা টেস্ট জেলায় চলছে? জেলার মানুষ কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছেন? এই সমস্ত কিছু নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে নতুন করে গাইডলাইন নিয়েও ভাবনা চিন্তা করা হতে পারে, এই বৈঠকে। করোনা নিয়ে রাজ্যের বহু মানুষের লাগামছাড়া মনোভাব ঘুম উড়িয়ে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের। রাজ্যের বহু মানুষকে মাস্ক ছাড়াই রাস্তায় বের হতে দেখা যাচ্ছে। বাজার, দোকানে দেখা যাচ্ছে ব্যাপক ভিড়। আবার অনেকে মাস্ক পড়লেও, তা কানে ঝুলছে বা থুতনির নিচে নামানো রয়েছে। এই অবস্থায় করোনা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? সে বিষয় নিয়ে আজ হতে চলেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!