এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পুজো মিটতেই উপনির্বাচন নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন ! এই কেন্দ্রে নামলো প্রচুর কেন্দ্রীয় বাহিনী !

পুজো মিটতেই উপনির্বাচন নিয়ে বিশেষ সতর্ক নির্বাচন কমিশন ! এই কেন্দ্রে নামলো প্রচুর কেন্দ্রীয় বাহিনী !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ভোট রয়েছে চলতি মাসের ৩০ তারিখে । তাই নির্বাচন চলাকালীন বা তার আগে পরে যাতে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে আগাম সতর্কতা জারি করা হয়েছে কমিশনের তরফে।যেহেতু চার কেন্দ্রের মধ্যে বেশিরভাগই স্পর্শকাতর। তাই এই উপনির্বাচন নিয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন। জানা গিয়েছে পুজো মিটতে না মিটতেই  গোসাবায় যে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে ।  তার মধ্যে গদ খালি ও চুনাখালী এলাকায় রাখা হয়েছে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩ কোম্পানি বাহিনী রাখা হয়েছে গোসাবা রাঙাবেলিয়া এলাকায়। বাকি ২ কোম্পানি মোতায়েন করা হয়েছে সুন্দরবন কোস্টাল থানা এলাকার জন্য। গোসাবার পর বাকি কেন্দ্র গুলিতেও এবার কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বলে জানা গেছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!