এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনি কী আপনার রাশি অনুযায়ী দেবদেবীর পূজায় প্রসাদ নিবেদন করেন? না করলে ঘোর বিপদ, জেনে নিন!

আপনি কী আপনার রাশি অনুযায়ী দেবদেবীর পূজায় প্রসাদ নিবেদন করেন? না করলে ঘোর বিপদ, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমরা কি সবাই একধরনের খাবার খেতে ভালবাসি? কখনোই না। কেউ চাইনিজ খেতে পছন্দ করি, কারোর বা সাউথ ইন্ডিয়ান ইডলি ধোসা অত্যন্ত প্রিয়। কারোর নিরামিষে রুচি, কারোর বা আমিষ খাবার ছাড়া চলেই না। আমাদের দেশে ভোজন বৈচিত্র্যও কম নয়। এতো ধরণের খাদ্যাভ্যাস বোধহয় আর কোনো দেশেই নেই।

তাই আমাদের পুজ্য দেবদেবীরাও যে একই রকমের ভোগ গ্রহণ করবেন তা হতেই পারেনা। দেবদেবীদের খাবারের রুচিতেও তারতম্য আছে। মা কালির পুজো আমিষ ছাড়া হয় না। আবার শ্রী বিষ্ণু সম্পূর্ণভাবে নিরামিষাশী। তবে এটা কী জানেন যে নিজের রাশি অনুযায়ী দেব দেবীদের প্রসাদ না দিলে কোনো ফল পাওয়া যায় না। তাই পুজোর সময় অবশ্যই জেনে রাখা উচিৎ কোন দেবতার ভোগে নিজের রাশি অনুযায়ী কী প্রসাদ নিবেদন করা হয়। এখানে সামান্য ভুল হলে আপনার দুর্গতির সীমা থাকবে না। সেই রুষ্ট দেবতার প্রকোপে পড়বেন। ঘাবড়াবেন না। চলুন তবে জেনে নিই চটপট —-

১. মেষ রাশি — এই রাশির জাতক জাতিকাদের সবসময় দেবতাকে লাড্ডু বা বেদানা প্রসাদ হিসেবে নিবেদন করা উচিত। এতে তার ফল শুভ হবে।

২. বৃষ রাশি — এই রাশির জাতক জাতিকাদের পুজোর সময় রসগোল্লা বা সাদা মিষ্টি নিবেদন করা উচিত।

৩. মিথুন রাশি — আপনি অবশ্যই দেবতাকে কাজু-বরফি নিবেদন করুন। আপনার মনের বাসনা পূর্ণ হবে৷

৪. কর্কট রাশি —- আপনি এই রাশির জাতক জাতিকা হলে অবশ্যই দেবতাকে পুজোর সময় নারকেল বা খোয়া খই নিবেদন করুন।

৫. সিংহ রাশি — আপনি অবশ্যই দেবতাকে গুড় অথবে বেল ফল নিবেদন করুন। আপনার সম্বৃদ্ধি হতে বাধ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. কন্যা রাশি — তুলসি পাতার সঙ্গে যে কোনো ধরনের সবুজ রঙের ফল দেবতাকে নিবেদন করুন। দেবতা আপনার ওপর সন্তুষ্ট হবেন।

৭. তুলা রাশি — আপনি কি অর্থনৈতিক বা অন্যান্য সমস্যায় ভুগছেন। তাহলে দেবতাকে আপেল অথবা যে কোনো লাল রঙের ফল নিবেদন করুন।

৮. বৃশ্চিক রাশি — আপনি দেবতাকে গুড় দিয়ে তৈরি যে কোনো মিষ্টি দিয়ে দেবতার পুজো করুন। আপনার ভাগ্য ফিরতে বাধ্য।

৯. ধনু রাশি — আপনি আপনার ভাগ্য ফেরাতে দেবদেবীর পূজায় অবশ্যই ব্যাসন দিয়ে তৈরি যে কোনো মিষ্টি নিবেদন করুন।

১০. মকর রাশি — জাম নয়তো গোলাপ জামুনের মতো মিষ্টি নিবেদন করে দেবদেবীর পুজো করুন। ভাগ্য আপনার ফিরবেই।

১১. কুম্ভ রাশি — এই রাশির জাতক জাতিকাদের সবসময় চিকু ফল বা চকলেট বরফি নিবেদন করে দেবদেবীর আরাধনা করা উচিত।

১২. মীন রাশি — পুজো করার সময় কখনোই জিলাপি অথবা কলা নিবেদন করতে ভুলবেন না। এতে আপনি দেবতার আশীর্বাদ লাভ করবেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!