এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুজো উদ্বোধন করার আমন্ত্রণ এড়াচ্ছেন মন্ত্রীরা, সামনে এলো বড়সড় কারণ ! !

পুজো উদ্বোধন করার আমন্ত্রণ এড়াচ্ছেন মন্ত্রীরা, সামনে এলো বড়সড় কারণ ! !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রতিবছর পুজোতে কে কত পুজো উদ্বোধন করবে, তা নিয়ে রীতিমতো কম্পিটিশন শুরু হয়ে যায় মন্ত্রীদের মধ্যে। কিন্তু এবার আর সেরকমটা নেই। এবারের পুজো একটু আলাদা করোনা ভাইরাস এবং তার ফলে সামাজিক দূরত্ব পালন করে, স্বাস্থ্যবিধি মেনে এবারের পুজো করতে হবে সকলকে।

তাই নানা জায়গা থেকে আমন্ত্রণ এলেও করোনা ভাইরাসকে ঠেকাতে কার্যত সেই আমন্ত্রণ এড়িয়ে যাচ্ছেন বীরভূম জেলার তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী। যার ফলে বিগত দিনের প্রায় 9 বছরের ট্র্যাডিশনে এবার প্রথম ছেদ পড়তে চলেছে বলে মনে করছেন সকলে। মূলত করোনা ভাইরাসের কারণে ভিড়কে এড়িয়ে চলতেই বীরভূম জেলার দুই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রনাথ সিনহা এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে খবর।

প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপূজার তৃতীয়া থেকেই পুজোর উদ্বোধনে বের হয়ে পড়েন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায় এবং মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কিন্তু এবার আমন্ত্রণ পাওয়া অনেক পুজো মণ্ডপের উদ্বোধন এড়িয়ে যেতে হচ্ছে তাদের। কিন্তু কেন এমনটা করছেন তারা? জানা গেছে, মন্ত্রীরা যে সমস্ত পুজো উদ্বোধনে যান, সেখানে স্থানীয় মানুষজন ভিড় করেন। ফলে সেই ভিড়ের মধ্যে দিয়ে যদি সংক্রমণের সংখ্যা বাড়ে, তাহলে তা নিঃসন্দেহে সমালোচনার কারণ হয়ে দাঁড়াবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এবারের পুজোকে কিছুটা আলাদাভাবেই পালন করতে চাইছেন বীরভূম জেলার দুই মন্ত্রী। এক্ষেত্রে তাদের কাছে মানুষের জীবন সব থেকে আগে। তাই প্রচুর পুজো উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হলেও, তা কার্যত এড়িয়ে যাচ্ছেন তারা। ছোটো দুই একটি পুজো উদ্বোধন করলেও, সেখানে যাতে ভিড় না হয়, তার জন্য পুজো কমিটিগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় করোনার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কলকাতার পুজো উদ্বোধন করছেন। সেখানেও ভিড় হচ্ছে না। কিন্তু গ্রামবাংলার মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের ফলে সেই স্বাস্থ্যবিধি মেনে চলা অসুবিধা হয়ে দাঁড়াবে। তাই এই অবস্থায় মণ্ডপে উদ্বোধনে গেলে সমাজে খারাপ বার্তা যেতে পারে। আমন্ত্রণে এলেও প্রত্যেককেই নিজের মত করে উদ্বোধন করে নেওয়ার জন্য বিনম্রভাবে বলেছি।”

এদিকে এই প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, “গত বছরের মতো পুজো মণ্ডপের উদ্বোধনে যাব না। দু-তিনটি পুজোমণ্ডপে শুধু ঘুরে আসব। উদ্বোধনে গেলে বের হতে পারে। তাই করোনার কথা চিন্তা করে কর্মসূচি বদলে ফেলা হয়েছে।” আর মন্ত্রীদের এই উদ্যোগে ক্লাব কর্তৃপক্ষরা কিছুটা বিমর্ষ হয়ে গেলেও, তাদের এই উদ্যোগ যে সাধারণ মানুষের কথা চিন্তা করে, তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ করোনার মধ্যে আমন্ত্রণ পেলেও উদ্বোধনে না গিয়ে মন্ত্রীমহোদয়য়া বার্তা দিতে চাইছেন যে, করোনা পরিস্থিতিতে সকলের সচেতন থাকা উচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!