এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পুজোর আগে বড়সড় সুখবর! এবার অত্যন্ত কম দামে কব্জি ডুবিয়ে খাওয়া যাবে পদ্মার ইলিশ? জেনে নিন

পুজোর আগে বড়সড় সুখবর! এবার অত্যন্ত কম দামে কব্জি ডুবিয়ে খাওয়া যাবে পদ্মার ইলিশ? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- ইলিশ নিয়ে বাঙালির মনে ভালোবাসা আলাদা। তবে প্রতি বছর দেশে বাংলাদেশ থেকে ইলিশ আশা নিয়ে শোনা যায় অনেক খবর। কিন্তু কিছুদিন আগেই জানা গিয়েছিল, গত ৮ বছর ধরে নাকি মাছ রপ্তানি বন্ধ থাকলেও প্রতি বছরই হাজার হাজার টন ইলিশ চোরাই পথে পশ্চিমবঙ্গ-সহ ভারতে পাচার হত। যে কারণে ইলিশের বাজার ধরে রাখা সম্ভব হয়েছিল। এই বছরও পাচার হওয়ার সময় প্রায় ২ হাজার ৮০০ কেজি ইলিশ বিএসএফের তৎপরতায় ধরা পড়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। অন্যদিকে পশ্চিমবঙ্গেও গত দু’বছর সেভাবে ইলিশ পাওয়া যায়নি। তার ফলে ইলিশপ্রেমীদের মাছের চাহিদা বেড়েই যাচ্ছিল। তবে এবার সেই চাহিদা পূরণ করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

জানা গেছে, দুর্গাপুজোর শুভেচ্ছা হিসাবে সম্প্রতি বেনাপোল-হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ১ হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। যার মূল্য ১ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। ভারতীয় অর্থে যার মূল্য কয়েক কোটি টাকা। তাই সেই অনুযায়ী প্রতি কেজি ইলিশের দর ১০ মার্কিন ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভারতীয় অর্থে যার মূল্য কমবেশি ১০০০ টাকা। সেই সঙ্গে প্রতিটি ইলিশের ওজন ১ কেজি ২০০ গ্রাম হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিষয়ে, শার্শা উপজেলা মৎস্য আধিকারিকের তরফে জানা গেছে যে, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ জন রপ্তানিকারককে মোট ১ হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। তাই গত ১৪ সেপ্টেম্বর ভারতে ১২ মেট্রিক টনের ইলিশের প্রথম চালান রপ্তানি হয়েছে। তবে এর আগে ৮ই অক্টোবর বিকাল সাড়ে ৫টার সময় সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয় বলেও জানিয়েছেন তিনি। ফলে এবারের পুজোয় বাঙালি যে মাছে-ভাতে থাকবে সে কথা বলাই বাহুল্য।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রাখলেও গত বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানির ব্যবস্থা করেছিলেন। তবে এবার বাংলাদেশে এই বছর পদ্মা, মেঘনা ও যমুনা-সহ সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ে। ফলে মাছের দাম খুবই কম। আপাতত সেখানে এক কেজি ওজনের ইলিশ মাছ ৮০০-১১০০ টাকাতে বিক্রি হচ্ছে। আর তার কম ওজনের ইলিশ ৬০০-৭০০ টাকায় বিকোচ্ছে। ফলে কাঙ্ক্ষিত দাম না ওঠায় খুশি নন মৎস্যজীবীরা। তাই ইলিশ ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই রপ্তানির ‘বিশেষ অনুমতি’ দেয় বাংলাদেশ সরকার। ফলত ১৪৫০ টন ইলিশ কলকাতায় আসে। বাংলাদেশ থেকে যে ইলিশ ভারতে আসে তার ওজন মোটামুটি ৮০০-১২০০ কেজির মধ্যে হবে ধরে, ওজনের উপর নির্ভর করে ইলিশের পাইকারি দাম প্রতি কেজিতে ৮০০ থেকে ১৪০০ টাকা হতে পারে বলে ধারণা করা হয়। তবে এবার আবারও পুজোর মুখে ইলিশের আগমন তাই বাঙালির মনে নতুন করে খাদ্যপ্রেম জাগাবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!