এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার পুজোর অনুদানেও কাটমানি খেয়েছেন তৃণমূল নেতারা? গুঞ্জন তীব্র হচ্ছে শাসকদলের অন্দরেই!

মমতার পুজোর অনুদানেও কাটমানি খেয়েছেন তৃণমূল নেতারা? গুঞ্জন তীব্র হচ্ছে শাসকদলের অন্দরেই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- পুজোতে ক্লাব বা পুজো কমিটিগুলোকে রাজ্যের টাকা দেওয়া নিয়ে অভিযোগ উঠেছিল অনেক আগেই। তবে সেখানে আবার ১০ বছরের পুরোনো নয় এমন দুর্গাপুজোগুলিকে সরকারি অনুদান পাইয়ে দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে শাসক দলের অন্দরে। বস্তুত এই ঘটনায় রাজ্য রাজনীতি হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গেলেও সেই নির্দেশিকা কোথায় বা কতটা মানা হচ্ছে সেই নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্প্রতি হাসনাবাদে ১০ বছরের পুরোনো নয়, এমন কিছু ক্লাবকে সরকারি অনুদান পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় পঞ্চায়েতের।তৃনমূল সদস্য। আর যার জন্য নাকি ৫ হাজার টাকা করে কাঠমানি নেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে এই নিয়ে এলাকায় পোস্টার দেওয়া হয়েছে বলেও জানা গেছে। যা নিয়ে এই মুহূর্তে সমস্যায় পড়েছে শাসক দল।

এই প্রসঙ্গে অভিযোগ অস্বীকারও করতে দেখা গেছে হিঙ্গলগঞ্জের পাটলি খাঁপুর পঞ্চায়েতের সদস্য সুনীল সিংহকে। তাঁর কথায়, ওই পঞ্চায়েত এলাকায় ৯টি দুর্গাপুজো হয়। তার মধ্যে ৪টি পুজো ১০ বছর হয়নি। তাই ঘুরপথে হলেও তাঁরা যাতে সরকারি অনুদান পান, সে জন্য সামান্য কিছু টাকা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিয়েছিলেন তিনি। একে ওকে তাকে ম্যানেজ করার ব্যাপার ছিল। তাই ওই সামান্য খরচ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় দু’টি ক্লাবের সঙ্গে যুক্ত একজনের কথায়, কারা পোস্টার মেরেছে সেটা তাঁর জানা নেই। তবে চৈতন্য সঙ্ঘ ও দক্ষিণ মহিষপুকুর মহিলা সমিতি এই দুই ক্লাবের সঙ্গে তিনি যুক্ত বলেই জানিয়েছেন তিনি। এই দুই ক্লাব থেকে সুনীল সিংহ ৫ হাজার টাকা করে নিয়েছিল বলে তিনি শুনেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫০ হাজার টাকার চেক পেতে সাহায্য করবেন বলে কথা দিয়েছিলেন সুনীল। তবে সমালোচনা শুরু হওয়ায় শুনলাম টাকা ফেরত দিয়েছেন বলেও জানান তিনি। সেইসঙ্গে টিয়ামারি সর্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি জানান, তাঁদের থেকেও সুনীল সিংহ ৫ হাজার টাকা নিয়েছিলেন। বলেছিলেন পুজোর ৫০ হাজার টাকার চেক পাইয়ে দেবেন।

তবে পোস্টার কারা মেরেছে সেটা তিনি জানেন না বলেই জানিয়েছেন তিনি। আরও একটি ক্লাবের সদস্যের কথায়, তাঁদের থেকেও কাটমানি নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা তথা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি জানান, এরাই দলের ক্ষতি করছে। এ ভাবে কাটমানি নেওয়ার কাজ খুবই লজ্জাজনক বলে জানিয়েছেন তিনি।

তাই এদের বিরুদ্ধে পদক্ষেপ করতেই হবে বলে দাবি করেন তিনি। বস্তুত, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, ঘুনি চত্বরে একটি ক্লাব ঘরের দেওয়ালে ও রাস্তার পাশের একটি যাত্রী প্রতীক্ষালয়ে পোস্টার পড়েছে। সেইসঙ্গে পোস্টার পড়ে খলিসাখালি চত্বরেও।

যেখানে কোনও পোস্টারে লেখা ছিল, “দুর্গাপুজোর ৫০ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা কাটমানি কেন নেওয়া হল টিএমসি জবাব দাও।” আবার কোনও পোস্টারে লেখা ছিল, “কাটমানির নায়ক টিএমসি নেতা সুনীল সিং মুর্দাবাদ।” তবে গোষ্ঠীর লোকেরাই সম্মানহানির জন্য পোস্টার মেরেছে বলে অভিযোগ করেছেন সুনীল সিংহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!