এখন পড়ছেন
হোম > অন্যান্য > পুজোর সুফল পেতে নিয়ম মেনে সাজিয়ে ফেলুন আপনার পুজোর ঘর! তাহলেই হবে কেল্লা ফতে!

পুজোর সুফল পেতে নিয়ম মেনে সাজিয়ে ফেলুন আপনার পুজোর ঘর! তাহলেই হবে কেল্লা ফতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেকেরই অভিযোগ থাকে যে নিয়ম মেনে পুজো করে চলেছেন, বা ঈশ্বরের মূর্তি বা ছবি স্থাপনাও করেছেন, অথচ সেই মতো ফল পাচ্ছেন না। তাই জীবনের কাঙ্ক্ষিত ধন সম্পদ বা সুখ শান্তি পাচ্ছেন পেতে কি করতে হবে সেটা বুঝতে পারেন না অনেকেই। তবে আপনার সেক্ষেত্রে খেয়াল রাখা উচিত শুধুমাত্র পুজোর স্থান বা মূর্তি সুন্দরভাবে সাজিয়ে তোলা বা নিয়মমত রাখাই যথেষ্ট নয়, এক্ষেত্রে সুন্দরভাবে গড়ে তোলা প্রয়োজন আপনার পুজোর ঘরটিকেও। পুজোর ঘর যদি হয় সঠিক স্থানে বা ঘরের উপাদান যদি হয় সঠিক, তবে আপনার জীবনের কাঙ্ক্ষিত সম্পদ বা সুখশান্তি আপনার জীবনে আসবে বলেই মনে করা হয়। এক্ষেত্রে যে জিনিস গুলি দেখে রাখা প্রয়োজন সেগুলি হল

স্থান:- কেবলমাত্র পূজার জায়গায় নয়, সেই জায়গাটি আপনার বাড়ির কোনস্থানে অবস্থিত তাও কিন্তু নির্ধারণ করে আপনার সৌভাগ্যকে। বলা হয়, বাস্তুমতে আপনার বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোন, উত্তর দিক বা পূর্ব দিক শুভ। তাই আপনার ঠাকুর ঘর বাড়ির এমন দিকে হওয়া প্রয়োজন। এর ফলে আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে বলেই মনে করা হয়। এছাড়া আপনার ওই ঘরের উত্তর, পূর্ব বা উত্তর পূর্ব কোণেই ঈশ্বরের বেদি রাখলে ভালো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রঙ:- বলা হয়, মানুষের জীবনে রঙের অনেক রকম প্রভাব আছে। তাই এই রং বলে দেয় আপনার জীবন কেমন হবে। যেমন ভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রংয়ের পছন্দের উপর নির্ভর করে সেই মানুষের ব্যক্তিত্ব, তেমনি আপনার ঘরের রং নির্ধারণ করে দেয় আপনার জীবন কেমন হবে। তবে বলা হয় বিভিন্ন রঙের মধ্যে থেকে কমলা বা লালের বিভিন্ন শেড এছাড়া হলুদ বা হালকা কোন রং আপনার মানসিক উৎকর্ষ, বুদ্ধি, সুস্বাস্থ্য এগুলির পরিচায়ক। তাই যে কোন ঠাকুর ঘরে এমন রং করলে আপনার জীবনে সুখ শান্তি আসবে বলে মনে করা হয়। তবে এক্ষেত্রে হলুদ রংকে ধন-সম্পদের সঙ্গে তুলনা করা হয় এবং কমলা রংকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়। তাই এই রঙ দুটিকেই মূলত আপনার ঠাকুরঘরে করা উচিত বলে বাস্তুমতে সিদ্ধ। এছাড়া যে কোনো হালকা রঙও আপনার ঠাকুর ঘরের শোভা বৃদ্ধি করতে এবং আপনার জীবনের সুখ-শান্তি বাড়াতে কাজে লাগে বলে মনে করা হয়।

এছাড়া কয়েকটি নিয়ম আছে যা কিনা মেনে চললেও আপনার জীবনে, পরিবারে সুখ ও শান্তি বিরাজ করে। সেগুলি হল এই ঠাকুরঘর কখনোই বাথরুম বা রান্নাঘরের পাশে রাখা উচিত নয়। এর ফলে আপনার জীবনে অমঙ্গল নেমে আসে বলে মনে করা হয়। এছাড়া রান্নাঘরের বাথরুমের দেয়ালের রঙের সঙ্গে ঠাকুর ঘরের দেয়ালের রং যেন কখনোই একই রকম না হয়। এছাড়াও ঠাকুর ঘরের দেওয়ালে এমন কোন ছবি লাগানো উচিত নয় যা কিনা আপনার জীবনের দুর্ভাগ্য ডেকে আনতে পারে। অনেকে বলেন আপনার ঠাকুর ঘরের সঙ্গে যদি কোন তুলসী গাছ বা ধানের ঝাঁপি রাখা যায় তাহলেও আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!