এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর আগে আবারো মমতাময়ী মমতা! রাজ্যের এই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দিলেন বিশাল বড় সুখবর!

পুজোর আগে আবারো মমতাময়ী মমতা! রাজ্যের এই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দিলেন বিশাল বড় সুখবর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার রাজ্যের তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। লকডাউন কালে যেখানে বিভিন্ন সংস্থা থেকে কর্মী ছাঁটাই চলছে, সেখানে এবার চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর। এবার থেকে চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের রাজ্য সরকার নিজেদের আওতায় নেওয়ার ঘোষণা করল। খুব স্বাভাবিকভাবেই পুজোর মুখে এই ঘোষণা চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের কাছে দুর্দান্ত খুশির খবর। এতদিন পর্যন্ত সরকারি জায়গায় তথ্যপ্রযুক্তি কর্মীদের চুক্তিভিত্তিক এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হত।

কিন্তু এবার নিয়ম বদল। রাজ্য সরকার সরাসরি তথ্যপ্রযুক্তি কর্মীদের নিয়োগ করবে বলে জানা গিয়েছে। এবং এই কর্মীরা অন্যান্য সবরকম সুবিধা পাবে। যেমন- এবার থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা 30 দিনের ছুটি ও মেডিকেল বাবদ 10 দিনের ছুটি পাবেন বলে জানানো হয়েছে। এছাড়াও অন্তঃসত্ত্বা মহিলারা মাতৃত্বকালীন ছুটি পাবেন। শুধু তাই নয়, 60 বছর পর্যন্ত কর্মীরা কাজ করবেন এবং তারপর অবসরকালীন তিন লাখ টাকা পাবেন চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি সমস্ত কর্মীদের রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য পুজোর উপহার নিয়ে আসছে রাজ্য সরকার। এবার থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সরাসরি হবে রাজ্য সরকারের মাধ্যমে। প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তির ভিত্তিতে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়োগ হতো এবং সেই কর্মীদের দায়িত্ব থাকতো বিভিন্ন এজেন্সির ওপর।

এজেন্সী নিয়োগীকৃত কর্মীদের সাথে সরকারের কোনো যোগাযোগ থাকত না। কিন্তু এবার সরকারি আওতায় এসে চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীরা সমস্ত রকম সুবিধা পেতে চলেছেন। অন্যদিকে তৃণমূল নেত্রীর এই ঘোষণাকে নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি। একুশের বিধানসভা নির্বাচন সামনেই। আর তার আগে যেভাবে মুখ্যমন্ত্রী একের পর এক জনমোহিনী ঘোষণা করে চলেছেন তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপাতত চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের এই সুবিধা প্রদান একুশের বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে কতটা ছাপ ফেলবে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!