এখন পড়ছেন
হোম > Uncategorized > পুজোর মুখে ফের কল্পতরু মমতা, বড়োসড়ো উপহার রাজ্যবাসীর জন্য, হাসি চওড়া আমজনতার

পুজোর মুখে ফের কল্পতরু মমতা, বড়োসড়ো উপহার রাজ্যবাসীর জন্য, হাসি চওড়া আমজনতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক অর্থসংস্থানের একটা ব্যবস্থা করা হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে ৫০০ টাকা করে অর্থাৎ বছরে ৬ হাজার টাকা, তপশিলি জাতি ও উপজাতিদের মহিলাদের মাসিক ১ হাজার টাকা করে, অর্থাৎ বছরে ১২০০০ টাকা অর্থ সাহায্যের ঘোষণা করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের ১.৬ কোটি পরিবারকে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এর ফলে প্রত্যেক মাসে বাড়ির মহিলাদের অর্থসংস্থান হবে, যাতে তাদের সাংসারিক খরচ কিছুটা হলেও কমবে। এই প্রকল্পের বাজেট বছরে ১২ হাজার ৯০০ কোটি টাকা ধরা হয়েছে। বহু মহিলা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছিলেন। কিন্তু সমস্যা বাধে কয়েকটি জেলাকে নিয়ে। কারন বেশকিছু জেলায় রয়েছে উপনির্বাচন। উপনির্বাচন থাকার কারণে সেখানে আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে গেছে। তাই এই সমস্ত জেলার মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা? তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে এবার একটি বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি জানিয়েছেন যে, সমস্ত জেলাতেই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা দেয়া হবে, কাউকে এই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না। কিন্তু যে সমস্ত জেলাতে এখন ভোট রয়েছে, যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, কোচবিহার এই জেলাগুলিতে এই মুহূর্তে এই টাকা দেওয়া যাবে না। তবে, সেপ্টেম্বর, অক্টোবর মাসের টাকা একবারে পাওয়া যাবে। এক্ষেত্রে ভোট মিটে যাওয়ার পর নভেম্বর মাসে সেপ্টেম্বর, অক্টোবরের টাকা একসঙ্গে পাঠানো হবে বলে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই করে রাখা হয়েছে।

লক্ষীর ভান্ডারের টাকা যাতে সরাসরি মহিলাদের একাউন্টে পুজোর আগেই চলে আসে, তার সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। কিন্তু বেশ কিছু জেলাকে নিয়ে তৈরি হয়েছিল সংসয়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এই জেলার মহিলারা নভেম্বর মাসে একসঙ্গে দুমাসের টাকা পেতে চলেছেন। যার ফলে পুজোর আগেই হাসি চওড়া রাজ্যের মহিলাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!