এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুজোর মুখেই কেন বানভাসি বাংলা? গোপন কারণটি ফাঁস করে দিয়ে একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

পুজোর মুখেই কেন বানভাসি বাংলা? গোপন কারণটি ফাঁস করে দিয়ে একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগমনীর আঙ্গিনায় পৌঁছেই বড়োসড়ো বিপাকে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত আর উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। ম্যান মেড বন্যা বলে কটাক্ষ করেছেন তিনি। তবে রাজ্যের এই বন্যা পরিস্থিতির গোপন কারণটি এবার ফাঁস করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন তিনি সম্পূর্ণভাবে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন যে, দিদিমনির জন্যই রাজ্যে এসেছে বন্যা। নিজের মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতে গিয়ে ভবানীপুরকে নিয়েই ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। দেড়- দুই শতক ধরে চলে আসছে প্রি মরসুমি কাজ। কিন্তু সেই সমস্ত কাজ বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য ১৮ হাজার কোটি টাকা ভাতা দিতেই ব্যস্ত ছিলেন তিনি। এ কারণে বাঁধ মেরামত করা হয়নি। কোনো রকম পরিকল্পনা না থাকার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেছেন যে, দুর্বল বাঁধগুলিকে মেরামত করা হয়নি। অতিবর্ষণে বাঁধ ভেঙে পড়েছে। তিনি অভিযোগ করেছেন, নিজের মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতে গিয়ে ৫০ লক্ষ মানুষকে ডুবিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই অপরাধ ভগবানও ক্ষমা করবে না। রাস্তারও বেহাল দশা হয়ে পড়েছে। সমস্ত স্থানেই একই রকম অবস্থা। ডিভিসির কোন দোষ এখানে নেই। সমস্ত কিছু বানিয়ে বানিয়ে বলছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত মাইথন জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। যা দিনে দেড় লক্ষ কিউসেক জল ছাড়ছে। আবার পাঞ্চেত ড্যাম থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। ঝাড়খন্ড রাজ্যে যদি আবার বৃষ্টি বাড়তে থাকে, তবে জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, রাতের অন্ধকারে লুকিয়ে জল ছেড়ে দেয়া হচ্ছে, এ কারণেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিপূর্বে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, ডিভিসি জল ছেড়ে দেওয়ার কারণেই ডুবেছিল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলা।

এবার দক্ষিণবঙ্গে আবার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই সম্পূর্ণভাবে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। ম্যান মেড বন্যা বলে কটাক্ষ করেছেন তিনি। তবে, ডিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্য সরকারকে না জানিয়ে কখনই তারা জল ছাড়েনি। জল ছাড়ার সম্পূর্ণ বিষয়টি জানে রাজ্য সরকার। এবার এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে এক নিমেষেই তিনি বাড়িয়ে দিয়েছেন শাসক শিবিরের অস্বস্তি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!