এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুজোর মুখে বড়সড় ধাক্কা শুভেন্দু অনুগামীদের জন্য! সভা আনন্দ-পরিকল্পনা মুহূর্তে বদলে গেল বিষাদে

পুজোর মুখে বড়সড় ধাক্কা শুভেন্দু অনুগামীদের জন্য! সভা আনন্দ-পরিকল্পনা মুহূর্তে বদলে গেল বিষাদে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকরোনা ভাইরাসের কারণে আদালতের রায়ে এবার দুর্গাপূজার আনন্দ সেভাবে হচ্ছে না। রায়ে জানিয়ে দেওয়া হয়েছে, পুজোমণ্ডপে এবার যাওয়া হবে না। স্বাভাবিক ভাবেই উদ্বোধনের জন্য আগেভাগে সমস্ত রকম প্রস্তুতি থাকলেও, আদালতের রায়ের জন্য নিয়মে ভাটা পড়ায় সেই উদ্বোধনেই এলেন না রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গেছে, বুধবার পঞ্চমীর দিন দাঁতনের দুটো, গোয়ালতোড় এবং খড়্গপুরের একটি করে পুজো উদ্বোধন করার কথা ছিল রাজ্যের পরিবহনমন্ত্রীর।

সেই মত করে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতের রায়ের কারণে সামাজিক দূরত্ব পালন করে সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল শুভেন্দুবাবুকে। বস্তুত, বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনিতেই জল্পনা বাড়তে শুরু করেছে। দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন না তিনি। তবে আদালতের রায়ের পর উদ্বোধন করার কথা থাকলেও, তিনি সেখানে উপস্থিত হবেন বলে অনেকেই আশা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেখানে অনুপস্থিত থাকলে দেখা গেল রাজ্যের পরিবহনমন্ত্রীকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গোয়ালতোড়ের গাঙদুয়ারির একটি আশ্রমের 78 বছরের পুরনো দুর্গাপুজোর উদ্বোধনে আসার কথা ছিল রাজ্যের পরিবহনমন্ত্রীর। সেই রকম করে প্রস্তুতি নিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু শেষ পর্যন্ত শোনা যায়, এই অনুষ্ঠান উদ্বোধন করতে আসবেন না শুভেন্দু অধিকারী। যার প্রধান কারণ আদালতের রায় বলেই মনে করছে একাংশ। এদিন এই প্রসঙ্গে এই পুজোর অন্যতম উদ্যোক্তা দুলাল মন্ডল বলেন, “আদালতের রায় থাকায় উনি আসছেন না। তবে পরে আসবেন বলে জানিয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দাঁতন এবং খড়্গপুরের উদ্যোক্তারা বহু আশা করে থাকলেও, শেষ পর্যন্ত আদালতের রায়ের কারণে শুভেন্দু অধিকারী না আসায় তারা অনেকটাই হতাশ। এদিন এই প্রসঙ্গে একজন উদ্যোক্তা বলেন, “দাদা কখনও সরকারি বিধি বা আদালতের নির্দেশ ভাঙ্গেননা। তাই দাদা এবার আসতে পারলেন না। তবে উনি আমাদের নিরাশ করবেন না, এটা নিশ্চিত।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন, সমস্ত নিয়মকে পালন করে পথ চলতে। তাই আদালতের রায় সামনে আসার পরেই পুজো উদ্বোধন থাকলেও, তা থেকে নিজেকে সরিয়ে রাখলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে নিয়মের বেড়াজালে মন্ত্রী হিসেবে তিনিও আটকে রয়েছেন। তাই সমস্ত নিয়মকে পালন করে তিনি ক্লাব উদ্যোক্তাদের আশাকে কার্যত পিছনের সারিতে রেখে সামাজিক দূরত্বকে প্রথমে অগ্রাধিকার দিলেন।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর এই উদ্যোগের ফলে হাইকোর্টের রায় যেমন মান্যতা পেল, ঠিক তেমনই মন্ত্রী মহোদয় বুঝিয়ে দিলেন যে, বর্তমান সময়টা উৎসবের থেকেও বেশি করে নিজেদের নিরাপদ রাখার সময়। তাই এই উদ্বোধন কর্মসূচিতে অনুপস্থিত থেকে কার্যত জনমানসকে বার্তা দিয়ে হাইকোর্টের রায় পালন করার চেষ্টা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!