এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুজোর মুখে মহাচমক তৃণমূলের! মাত্র ৫ টাকায় ভরপেট খাওয়াতে চালু হচ্ছে ‘দিদির রান্নাঘর’!

পুজোর মুখে মহাচমক তৃণমূলের! মাত্র ৫ টাকায় ভরপেট খাওয়াতে চালু হচ্ছে ‘দিদির রান্নাঘর’!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনে শারদ উৎসব। তবে আগে দুর্গাপূজা হয়। আর তারপরে হয় মা লক্ষ্মীর পুজো। অন্নদাত্রী দেবী হিসেবে পরিচিত মা লক্ষ্মী। অর্থনৈতিক শ্রীবৃদ্ধির পাশাপাশি দুটো খেয়ে যেন সকলে ভালো থাকেন, তার জন্যই লক্ষ্মীদেবীর প্রার্থনা করেন সকলে। তবে চলতি বছরে ভারতের উপর মা লক্ষ্মী খুব একটা প্রসন্ন নন। কেননা কিছুদিন আগে থেকেই করোনা ভাইরাসের দাপট গোটা দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে কার্যত ভেঙে দিয়েছে।

লকডাউনের ফলে মানুষের রুজি-রুটি সংশয়ের মুখে পড়েছে। দিন আনা দিন খাওয়া মানুষেরা কিভাবে জীবন যাপন করবেন, তা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে। আর এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মত করে সেই সাধারন গরিব মানুষদের মুখে দু’বেলা অন্ন তুলে দিতে তৎপর হয়েছে। আর এবার পুজোর আগে কমিউনিটি কিচেনের মাধ্যমে 5 টাকায় ব্যারাকপুরের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে উদ্যোগী হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্যারাকপুরের এক স্পোর্টিং ক্লাব এবং তৃণমূলের যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে এক বেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে, দিদির রান্নাঘর। জানা গেছে, পুজোর আগে আগামী একমাস মাত্র পাঁচ টাকাতে এখানে মধ্যাহ্নভোজ পাওয়া যাবে। ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালের ঠিক উল্টোদিকে এই “দিদির রান্নাঘর” বেলা 11 টা থেকে বিকেল 3 টে পর্যন্ত খোলা থাকবে।

স্বভাবতই শারদ উৎসবের আগে করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে যখন গরিব মানুষদের সংসার চালানো নিয়ে চিন্তা বাড়ছে, ঠিক তখনই এক বেলা পেট ভরে 5 টাকায় মধ্যাহ্নভোজের ব্যবস্থা তৃণমূলের পক্ষ থেকে করায় এলাকাবাসীরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এই গোটা কর্মসূচি তৃণমূলের পক্ষ থেকে নেওয়ায় শাসক দলও আগামী বিধানসভা নির্বাচনের আগেই এলাকাবাসীর সমর্থন আরও বেশি করে পেয়ে যাবেন বলেও মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউনের সময় থেকেই শ্রমজীবী ক্যান্টিন চালু করে কলকাতার বিভিন্ন এলাকায় মানুষের মুখে অন্ন তুলে দিতে উদ্যোগী হয়েছিল বামেরা। পরবর্তীতে সালকিয়া এলাকায় “মমতার মমতা” এবং বেলগাছিয়াতে “মমতাময়ী মমতা” নামে দুটো রান্নাঘর চালু করে 10 থেকে 20 টাকায় মানুষের কাছে খাবার পৌঁছে দিতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার ব্যারাকপুর এলাকায় “দিদির রান্নাঘর” নাম দিয়ে আগামী এক মাস 5 টাকায় দুপুরের খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অত্যন্ত সাধুবাদযোগ্য বলেই মনে করছেন সকলের।

একাংশের মতে, দুর্দিনে মানুষ চায় রাজনৈতিক দলগুলো তাদের পাশে দাঁড়াক। বর্তমান সময়টা সাধারণ মানুষের ক্ষেত্রে খুব একটা সুখকর নয়। সামনে দুর্গোৎসব। তার আগে অনেক মানুষ করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে তাদের কর্মজীবন তলানীতে ঠেকায় বিপাকে পড়েছেন। তাই এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে ব্যারাকপুর এলাকায় 5 টাকায় মধ্যাহ্নভোজ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষকে অনেকটাই উপকৃত করবে বলে দাবি করছেন সকলে। তবে শুধু ব্যারাকপুরে নয়, বর্তমান পরিস্থিতিতে গোটা রাজ্যের বিভিন্ন এলাকাতেই যদি রাজনৈতিক দলগুলো এইভাবে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে জনতা জনার্দন অনেকটা উপকৃত হবেন বলে দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!