এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর অনুদানে রইল না বাধা ! হাইকোর্টের রায়ে বড়সড় জয় পেল রাজ্য সরকার !

পুজোর অনুদানে রইল না বাধা ! হাইকোর্টের রায়ে বড়সড় জয় পেল রাজ্য সরকার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবারের দূর্গাপুজোতে রাজ্য সরকারের পক্ষথেকে রাজ্যের ক্লাবগুলিকে পুজোর আয়োজনের জন্য ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  তবে এই নিয়ে বিরোধীরা সরব হলে আজ কলকাতা হাইকর্টের রায়ে স্বস্তি পেল রাজ্য সরকার ।  আজ মঙ্গলবার এই মামলায় হাইকর্টের  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল পুজো উদ্যোক্তাদের জন্য রাজ্য সরকারি অনুদানে কোনও বাধা নেই। কাজেই এই রায়ে এবার প্রায় ৪৩ হজার ক্লাব এবছর ৬০ হাজার টাকা করে অনুদান পেতে চলেছে ।

তবে এখানে প্রসঙ্গ উল্লেখ্য যে ক্লাব গুলিকে অনুদান দেওয়ার জন্য ৬টি শর্তে অনুদানের অনুমতি পেল রাজ্য এমনটা জানা যাচ্ছে সংবাদ সূত্রে যদিও এখনও পর্যন্ত সেই নির্দেশনামা জানা যায়নি । তবে আজ শেষমেশ মঙ্গলবার কলকাতা হাই কোর্টের এই রায়ে রাজ্য সরকার যে বড়সড় জয় পেল তা বলার অপেক্ষা রাখে না , এমনটা মত বিভিন্ন মহলের একাংশ্যের । এখন দেখার বিষয় আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!