এখন পড়ছেন
হোম > রাজ্য > পুজোর পরেই ফের ভয়াবহ হবে করোনা! সর্তকতা জারি!

পুজোর পরেই ফের ভয়াবহ হবে করোনা! সর্তকতা জারি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনে উৎসবের মরসুম। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ নিয়ে বেশ কিছুটা চিন্তা রয়েছে। তবে তার মাঝে দূর্গাপুজা সহ একাধিক উৎসব থাকার কারণে বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছে। যার ফলে মানুষ উৎসবে শামিল হতে পারেন। কিন্তু যদি এই উৎসবে শামিল হতে গিয়ে বিন্দুমাত্র নিয়ম পালন না হয়, তাহলে করোনা ভাইরাস যে আবার ভয়াবহ আকার ধারণ করতে পারে, সেই ব্যাপারে দ্বিমত নেই বিশেষজ্ঞদের। আর এরর মাঝেই কিছুটা বৃদ্ধি পেল করোনা ভাইরাসের সংক্রমণের হার। যার ফলে চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা বিষয়ে আইসিএমআরের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই আইসিএমআরের পক্ষ থেকে একটি সর্তকতা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এখন থেকেই যদি উৎসবমুখর মানুষকে আটকানো না যায়, তাহলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। পরবর্তীতে তৃতীয় ঢেউয়েরর জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ উৎসবের মরসুমে কোনোভাবেই লাগামছাড়া নয়, বরঞ্চ শৃংখলাবদ্ধ হয়েই নিয়ম মেনে সবদিক পালন করা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তা না হলে আবারও উৎসবের পর সাময়িক আনন্দ করে গৃহবন্দী হয়ে যেতে হবে সাধারণ মানুষকে। উৎসবের সময় প্রচুর মানুষ তাতে সামিল হবেন। যার ফলে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। আর তৃতীয় ঢেউ যদি একবার মাথাচাড়া দেয়, তাহলে তাকে আটকানো ব্যাপক সমস্যা হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আইসিএমআরের পক্ষ থেকে এই সতর্কতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!