এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর পরেই ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপ পুরসভার

পুজোর পরেই ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, পরিস্থিতি সামাল দিতে বিশেষ পদক্ষেপ পুরসভার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সমস্ত রকম স্বাস্থ্যবিধি ভুলে গিয়ে শারদ উৎসবে সামিল হয়েছিলেন অনেকে। প্যান্ডেলে প্যান্ডেলে দেখা গিয়েছিল জনজোয়ার। আর পুজোর পরেই বাড়তে শুরু করেছে করোনার গ্রাফ। কলকাতায় ইতিমধ্যেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলাগুলির মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কলকাতা। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের মধ্যে এক বৈঠক হলো। এই বৈঠকের পরই করোনা সংক্রমণ মোকাবিলায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলির মত জেলাগুলিতেও বাড়তে শুরু করেছে করোনা। হুগলি জেলার বেশকিছু স্থানকে ইতিমধ্যেই কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কলকাতাতেও যেভাবে বাড়ছে সংক্রমণ, তাতে সেখানেও কনটেইনমেন্ট জোন ঘোষণার পরামর্শ দিয়েছেন অনেকেই। তবে কলকাতা পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে, এখনই কলকাতায় কনটেইনমেন্ট জোন তৈরি করতে আগ্রহী নয় পুরসভা। পরিবর্তে ছোট ছোট কনটেইনমেন্ট জোন বা মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করার চিন্তা ভাবনা করছে কলকাতা পুরসভা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা পুরসভার পাঁচটি ওয়ার্ডকে নিয়েই বাড়ছে চিন্তা। এগুলোর ওপর বিশেষ নজর দেয়া হবে বলে, জানা যাচ্ছে। এ প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, ছড়িয়ে-ছিটিয়ে করোনা সংক্রমণ দেখা দিচ্ছে। কখনো কোনো একটি আবাসনে একজন মাত্র আক্রান্ত, তাই সে ক্ষেত্রে গোটা এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা অসুবিধাজনক। এ কারণে মাইক্রো কনটেইনমেন্ট জোন করার চিন্তা-ভাবনা চলছে।

এদিকে কলকাতার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু এলাকায় বাড়ছে করোনার সংক্রমণ। যার মধ্যে রয়েছে লেকটাউন, বাঙ্গুর ইত্যাদি এলাকা। বিধান নগরে ক্রমশ বাড়ছে সংক্রমণ। বেশ কিছু এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়া হয়েছে। জানা যাচ্ছে উত্তর ২৪ পরগনার মোট ৫৬ টি জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হবে। যার মধ্যে পুর এলাকা রয়েছে ৪১ টি, পঞ্চায়েত এলাকা হয়েছে ১৫ টি।

জানা যাচ্ছে, যে সমস্ত জায়গায় সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে, সেখানে বেশ কিছু কঠোর ব্যবস্থা নিতে চলেছে পুরসভা। রাস্তায় বেরোলে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পড়ে রাস্তায় বেরোলে জরিমানা হবে। সেইসঙ্গে নেয়া হবে কঠোর ব্যবস্থা। নাইট কারফিউর দিকেও বিশেষভাবে জোর দেবে পুলিশ। সেইসঙ্গে চলবে নাকা চেকিং। কলকাতাজুড়ে যেভাবে বাড়ছে সংক্রমণ, তা যথেষ্ট উদ্বেগে ফেলে দিয়েছে স্বাস্থ্য দপ্তরকে। তাই আর দেরি না করে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত এবার পুরসভার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!